ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইডেনের মাঠে শুরু থেকে ঝড় তোলেন রোহিত শর্মা এবং ঈশান কিশন। ৭ ওভারে ৬৩ রান তুলে দেন তাঁরা। রোহিত একাই ১৯ বলে ৪০ রান করেন। তাঁকে ফিরিয়ে দেন চেজ। বাউন্ডারিতে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক।
ইডেনের প্রথম ম্যাচে জয় রোহিতদের। ছবি: সিএবি
ইডেনে জিতে শুরু করল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারাল ভারত। ব্যাটে, বলে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে দিল তারা।
টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। জানতেন শিশির সমস্যা করতে পারে ইডেনের মাঠে। ভারতীয় বোলারদের দাপট শুরু হয়ে যায় প্রথম ওভার থেকেই। ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। অন্য ওপেনার কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গড়তে শুরু করেন নিকোলাস পুরান। ৪৭ রানের জুটি গড়েন তাঁরা। সেই জুটি ভেঙে দেন যুজবেন্দ্র চহাল। মেয়ার্সকে ফিরিয়ে দেন তিনি।
এর পর একে ক্যারিবিয়ান ব্যাটারদের সাজঘরের পথ দেখান রবি বিষ্ণোই। অভিষেক ম্যাচে খেলতে নেমে ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারিতে পা ঠেকিয়ে ফেলায় ছয় রান দিয়ে ফেলেছিলেন ম্যাচের শুরুতে। বল করতে এসে সেই ভুলের প্রায়শ্চিত্ত করে ফেললেন বিষ্ণোই। একই ওভারে রস্টন চেজ এবং রভমান পাওয়েলকে ফিরিয়ে দেন তিনি। মাত্র ১০ রান করে আউট হন আকিল হোসেইনও।
#TeamIndia seal a 6-wicket win 💪💪@Paytm #INDvWI pic.twitter.com/AoDdAjA2Lh
— BCCI (@BCCI) February 16, 2022
ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড এবং পুরান ওয়েস্ট ইন্ডিজের রানকে কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে যান। ১৮তম ওভারে পুরানকে ফিরিয়ে দেন হর্ষল পটেল। লং অফে কোহলীর হাতে ক্যাচ দেন পুরান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অপরাজিত থাকেন ২৪ রানে। শেষ ওভারে ১০ রান দেন তিনি। ফিরিয়ে দেন অডিয়েন স্মিথকে। ডান দিকে শরীর ছুড়ে দিয়ে দারুণ ক্যাচ নেন রোহিত।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইডেনের মাঠে শুরু থেকে ঝড় তোলেন রোহিত শর্মা এবং ঈশান কিশন। ৭ ওভারে ৬৩ রান তুলে দেন তাঁরা। রোহিত একাই ১৯ বলে ৪০ রান করেন। তাঁকে ফিরিয়ে দেন চেজ। বাউন্ডারিতে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। বিরাট কোহলী এবং ঈশান দলকে এগিয়ে নিয়ে যান। ঈশান ফেরেন ৪২ বলে ৩৫ রান করে। তাঁকেও ফিরিয়ে দেন চেজ। পরের ওভারেই ফ্যাবিয়ান অ্যালেনের বলে ছয় মারতে গিয়ে আউট হন বিরাট। ১৩ বলে ১৭ রান করেন তিনি।
First international wicket for @bishnoi0056 👏👏
— BCCI (@BCCI) February 16, 2022
West Indies 72/3
Live - https://t.co/jezs509AGi #INDvWI @Paytm pic.twitter.com/zIIHwew88l
বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারলেন না পন্থও। ৮ বলে ৮ রান করেন তিনি। শেষ পর্বে সূর্যকুমার যাদব এবং বেঙ্কটেশ আয়ার ভারতকে জয় এনে দেন। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্য। বেঙ্কটেশ অপরাজিত ১৩ বলে ২৪ রান করে।
প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। শুক্রবার এবং রবিবারের ম্যাচেও জিততে চাইবে ভারতীয় দল।