Rohit Sharma

India vs West Indies 2022: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ দু’টি ম্যাচের আগে রোহিতদের জন্য জোড়া সুখবর

ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। বুধবারই তা মিটে গিয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে গোটা দল একত্রিত হবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১১:৫০
রোহিত শর্মা।

রোহিত শর্মা। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টির আগে জোড়া সুখবর ভারতীয় দলে। জট কেটে সিরিজের বাকি দু’টি ম্যাচ আমেরিকায় হতে কোনও বাধা থাকল না। ভিসা পাওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। বুধবার রাতেই সমস্যা মিটে গিয়েছে। ভারতের সব ক্রিকেটারই ভিসা পেয়েছেন। দলের কয়েক জন ক্রিকেটার ইতিমধ্যেই মায়ামি পৌঁছে গিয়েছেন। বাকিদের বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যোগ দেওয়ার কথা। এ ছাড়াও, চোট কাটিয়ে শেষ দু’টি ম্যাচে খেলতে পারবেন অধিনায়ক রোহিত শর্মা। পিঠের পেশিতে চোট পেয়েছিলেন। তা সেরে গিয়েছে।

আগামী ৫ এবং ৬ অগস্ট সিরিজের শেষ দু’টি ম্যাচ হওয়ার কথা। ভিসা সমস্যায় ম্যাচের ভবিষ্যৎ নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। ভারতের বেশ কিছু ক্রিকেটারকে ভিসা দেয়নি আমেরিকা সরকার। তার মধ্যে ছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত। সমস্যা মেটায় গায়ানা সরকার। তৃতীয় টি-টোয়েন্টির পর ভারতের যে ক্রিকেটাররা ভিসা পেয়েছেন তাঁরা মায়ামি উড়ে যান। বাকিদের নিয়ে যাওয়া হয় গায়ানার জর্জটাউনে।

Advertisement

ভারতীয়দের ভিসা পেতে মুখ্য ভূমিকা নিয়েছেন গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি। গায়ানায় ভারতের ১৪ জন ক্রিকেটারের সাক্ষাৎকার নেয় আমেরিকার দূতাবাস। তার পরেই ছাড়পত্র মেলে। তবে পাসপোর্ট দিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার রাতের আগে আমেরিকায় পৌঁছতে পারবেন না তাঁরা।

রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, রবি বিষ্ণোই, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবরা আগেই বিশেষ বিমানে মায়ামি পৌঁছে গিয়েছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেছেন, “সবার ভিসার অনুমতি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার দুপুরের আগে পাসপোর্ট মিলবে না। তাই রাতের আগে ভারতীয় ক্রিকেটারদের আমেরিকায় পৌঁছনো সম্ভব নয়।”

এ ছাড়াও জানা গিয়েছে, রোহিতের পিঠের ব্যথা অনেকটাই কম। আমেরিকায় পৌঁছে অনুশীলন করারও কথা রয়েছে তাঁর। পরে কোনও সমস্যা না দেখা দিলে শেষ দুই ম্যাচে খেলতে পারবেন।

আরও পড়ুন
Advertisement