Rohit Sharma

India vs Sri Lanka 2022: তিনটি রেকর্ডের সামনে ভারত, রবিবার জিতলে সুযোগ চুনকামেরও

ঘরের মাঠে ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ডের মালিক তারা। রবিবার জিতলে নিউজিল্যান্ডকে টপকে ঘরের মাঠে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়বে ভারত। নিউজিল্যান্ড ঘরের মাঠে ৭৩টি ম্যাচ খেলে ৩৯টি জিতেছিল। ভারত খেলেছে ৬০টি। রবিবার ৬১টি তম ম্যাচ খেলতে নামবেন রোহিতরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৫

ছবি: টুইটার থেকে

রবিবার ভারতের সামনে এক সঙ্গে তিনটি রেকর্ড ছোঁয়ার হাতছানি। শনিবার সিরিজ জেতার পর ধর্মশালার মাঠে শ্রীলঙ্কাকে চুনকাম করার সুযোগও রয়েছে রোহিত শর্মাদের সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। তার পর থেকে এখনও অবধি কোনও টি-টোয়েন্টি ম্যাচে হারেনি ভারত। টানা ১১টি ম্যাচে জয় হয়ে গিয়েছে। রবিবার জিতলে ১২টি ম্যাচে জিতবে তারা। এর আগে টি-টোয়েন্টিতে টানা এতগুলি ম্যাচ জিততে পারেনি ভারত। সারা বিশ্বে টানা ১২টি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে আফগানিস্তান এবং রোমানিয়ার কাছে। রবিবার জিতলে তাদের ছুঁয়ে ফেলবে ভারত।

ঘরের মাঠে ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ডের মালিক তারা। রবিবার জিতলে নিউজিল্যান্ডকে টপকে ঘরের মাঠে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়বে ভারত। নিউজিল্যান্ড ঘরের মাঠে ৭৩টি ম্যাচ খেলে ৩৯টি জিতেছিল। ভারত খেলেছে ৬০টি। রবিবার ৬১টি তম ম্যাচ খেলতে নামবেন রোহিতরা।

Advertisement

ঘরের মাঠে ভারতকে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার মধ্যে ১৬টিতে জিতেছে ভারত। ঘরের মাঠে সব চেয়ে বেশি জয়ের রেকর্ড রোহিতের হাতে। ইংল্যান্ডের অইন মর্গ্যান এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে টপকে গেলেন তিনি। বিরাট কোহলীর থেকে ঘরের মাঠে তিনটি ম্যাচ বেশি জিতেছেন রোহিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement