শতরান করে জাডেজার উল্লাস ছবি: টুইটার
ধনঞ্জয়কে আউট করলেন অশ্বিন। শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ল।
অভিজ্ঞ ম্যাথুজকে ফেরালেন যশপ্রীত বুমরা। শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ল। তাদের রান ৩ উইকেটে ১০৩।
বল করতে এসে প্রথম ওভারেই দিমুথ করুণারত্নেকে ২৮ রানে ফেরালেন জাডেজা। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ল।
১৭ রান করে অশ্বিনের বলে আউট থিরিমানে। শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫০।
প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ৬ ওভারে শেষে দলের রান বিনা উইকেটে ২২।
৮ উইকেটে ৫৭৪ রানের মাথায় ভারতের প্রথম ইনিংস ডিক্লেয়ার দিলেন রোহিত শর্মা। ১৭৫ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা।
জাডেজার ব্যাটে ৫৫০ রান পার ভারতের। দলের রান ৮ উইকেটে ৫৬৩। দু’শোর দিকে এগচ্ছেন জাডেজা।
ছক্কা মেরে দেড়শো করলেন রবীন্দ্র জাডেজা। ভারতের রান ৮ উইকেটে ৫২৫।
৫০০ রান পার হয়ে গেল ভারতের। ১২২ ওভারে ভারতের রান ৮ উইকেটে ৫১৪। জাডেজার রান ১৪২।
২ রান করে আউট জয়ন্ত যাদব। ভারত ৮ উইকেটে ৪৭৬।
মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৭ উইকেটে ৪৬৮। জাডেজা ১০২ ও জয়ন্ত যাদব ২ রান করে ব্যাট করছেন।
শতরান করলেন রবীন্দ্র জাডেজা। টেস্টে তাঁর দ্বিতীয় শতরান হল। আইপিএল-এর প্রথম মরসুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেই সময় তরুণ জাডেজাকে তিনি রকস্টার বলে ডাকতেন। শতরান করেই যেন মেন্টরকে শ্রদ্ধা জানালেন জাড্ডু।
৬১ রান করে আউট হলেন অশ্বিন। ভারতের রান ৭ উইকেটে ৪৬২।
জাডেজার পরে এ বার অর্ধশতরান করলেন রবিচন্দ্রন অশ্বিনও। বড় রানের দিকে এগচ্ছে ভারত।
ভাল খেলছেন ভারতের দুই ব্যাটার। ১০১ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ৪২৩। জাডেজা ৮০ ও অশ্বিন ৪১ রান করে ব্যাট করছেন।
৯৫ ওভারে ভারতের রান ৬ উইকেটে ৩৮৭। জাডেজা ৬৪ ও অশ্বিন ২১ রান করে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের শুরুতেই অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজা। ভারতের রান ৬ উইকেটে ৩৬৮।
খেলা শুরু হওয়ার আগে প্রয়াত শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানানো হল। হাতে কালো ব্যান্ড পরে নামল দু’দল।
প্রথম দিনের শেষে ভারতের রান ৬ উইকেটের বিনিময়ে ৩৫৭। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনের খেলা শুরু করল ভারত।