Rohit Sharma

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েও দ্বিতীয় ম্যাচের আগে হঠাৎই ভয় পেয়ে গেলেন রোহিত

ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার রেকর্ড নিয়ে আশঙ্কায় রোহিতরা। কারণ, দেশে কখনও প্রোটিয়াদের টি-টোয়েন্টি সিরিজ়ে হারাতে পারেননি তাঁরা। সেই রেকর্ড বদলে দিতে চান তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ১৯:০৪
ভয় পেলেন রোহিত।

ভয় পেলেন রোহিত। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনায়াসে হারিয়েছে ভারত। তবে গুয়াহাটিতে রবিবার দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে কিছুটা হলেও ভয় পেয়ে গেলেন রোহিত শর্মা। তাঁর আশঙ্কা পিচ এবং ভারতের দক্ষিণ আফ্রিকার রেকর্ড নিয়ে। গুয়াহাটিতে এখন প্রচণ্ড গরম। ফলে পিচে আর্দ্রতা থাকবে বলে মনে করছেন তিনি।

রবিবার ম্যাচের আগে রোহিত বলেছেন, “টসে জিতলে আমরাও ফিল্ডিং নিতাম। পিচ দেখে যা বুঝলাম, বেশ আঠালো ভাব রয়েছে। ফলে আমাদের খুব সাবধানে শুরু করতে হবে। সতর্ক থাকতে হবে। আমাদের ব্যাটিং লাইন-আপ খুবই শক্তিশালী। তবে তাতেও একটা চ্যালেঞ্জ থেকেই যায়।”

Advertisement

ম্যাচের আগে অজিত আগরকর এবং মুরলী কার্তিক জানালেন, এই পিচে খুব বেশি রান ওঠার সম্ভাবনা নেই। ১৪৫ এই পিচে গড় স্কোর। পিচের বেশ কিছু জায়গায় ফাটল আছে বলে জানালেন তাঁরা। ঘাসও রয়েছে। ফলে প্রথমে ব্যাট করাই সুবিধাজনক হবে। টসে জিতে ঠিক সেটাই করলেন টেম্বা বাভুমা। আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন।

ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার রেকর্ড নিয়ে আশঙ্কায় রোহিতরা। কারণ, দেশে কখনও প্রোটিয়াদের টি-টোয়েন্টি সিরিজ়ে হারাতে পারেননি তাঁরা। রোহিত তবু আশাবাদী। বলেছেন, “ওদের আগে কখনও হারাতে পারিনি। তাই প্রত্যেককে বাড়তি পরিশ্রম করতে হবে। তবে আমাদের প্রস্তুতি ভাল হয়েছে এবং ভাল খেলার ব্যাপারে নিশ্চিত।”

Advertisement
আরও পড়ুন