T20 World Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অনেক আগে কেন অস্ট্রেলিয়া যাচ্ছে দল? জানালেন রোহিত

৬ অক্টোবর অস্ট্রেলিয়া যাওয়ার কথা তাঁদের। ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। এত দিন আগে কেন যাচ্ছেন রোহিতরা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ২৩:৫৬
রোহিতদের লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

রোহিতদের লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। —ফাইল চিত্র

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জিতে শেষ করল ভারত। যদিও শেষ ম্যাচ হারতে হল রোহিত শর্মাদের। এক দিনের সিরিজ়ে খেলবেন না তাঁরা। রোহিতদের লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৬ অক্টোবর অস্ট্রেলিয়া যাওয়ার কথা তাঁদের। ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। এত দিন আগে কেন যাচ্ছেন রোহিতরা?

মঙ্গলবার ৪৯ রানে হেরে যায় ভারত। ম্যাচ শেষে রোহিত বলেন, “আমাদের ১৫ জনের দলে মাত্র সাত-আট জন এর আগে অস্ট্রেলিয়ায় খেলেছে। আমরা আগে গিয়ে ওখানকার পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চাই। সেই কারণেই আগে চলে যাচ্ছি আমরা। ওখানে দুটো অনুশীলন ম্যাচও খেলব। যশপ্রীত বুমরাকে না পাওয়া বড় ক্ষতি। ওর বদলে কাকে খেলানো হবে সেটা অস্ট্রেলিয়া গিয়েই ঠিক করব আমরা।”

Advertisement

রোহিত বিশ্বাস করেন এখনও দলের ভাল করার জায়গা রয়েছে। তিনি বলেন, “সব জায়গায় ভাল করলেও আমরা আরও ভাল করতে চাই। আমাদের বোলিং ভাল করতে হবে। সেটা পাওয়ার প্লে হোক, মিডল ওভার বা ডেথ ওভার। দুটো ভাল দলের বিরুদ্ধে খেললাম। এ বার আত্মসমালোচনার সময়। সাজঘরে ফিরে গিয়ে দেখতে হবে কোথায় কোথায় উন্নতি প্রয়োজন।”

রোহিত চান বিশ্বকাপের আগে সবাইকে নিজেদের কাজটা বুঝিয়ে দিতে। মাঠে নিজেদের কাজটা সবাই ঠিকঠাক করলেই জেতা সম্ভব বলে মনে করেন রোহিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement