KL Rahul

KL Rahul: এক দিনের সিরিজ হার তাঁর দলের কাছে শিক্ষা, বললেন অধিনায়ক কেএল রাহুল

টেস্টের পর দক্ষিণ আফ্রিকার কাছে এক দিনের সিরিজে হারতে হয়েছে ভারতকে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই হারের মুখ দেখেছেন কেএল রাহুল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৮:৫১
হার থেকে শিক্ষা রাহুলের

হার থেকে শিক্ষা রাহুলের ফাইল ছবি

টেস্টের পর দক্ষিণ আফ্রিকার কাছে এক দিনের সিরিজে হারতে হয়েছে ভারতকে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই হারের মুখ দেখেছেন কেএল রাহুল। তিনি মনে করছেন, এই হার ভারতের কাছে একটা বড় শিক্ষা। নিজেদের ভুল স্বীকার করেও রাহুল দাবি করেছেন, তাঁদের ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না।

শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে হারে ভারত। এক দিনের সিরিজও হাতছাড়া হয়। প্রথম বার টেস্ট এবং এক দিনের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে হারের মুখ দেখেছেন রাহুল। ম্যাচের পর বলেছেন, “নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলেছে। মাঝের দিকে আমরা প্রচুর ভুল করেছি। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমরা এমন একটা দল যারা জিততে ভালবাসে। আশা করি, এই হার থেকে পাওয়া শিক্ষা আমাদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করবে।”

Advertisement

বিরাট কোহলী অধিনায়ক না থাকায় মাঠে সেই স্ফূর্তি এবং উত্তেজনার অভাব দেখা যাচ্ছে, এটা অনেকেই মনে করছেন। কিন্তু সহমত হলেন না রাহুল। তিনি বললেন, “দলের ক্ষমতা নিয়ে কোনও সমস্যা নেই। তবে দীর্ঘ দিন ধরে জৈবদুর্গে থাকার প্রভাব দলের উপর পড়েছে। পাশাপাশি, এখানকার গরমও আমাদের সমস্যায় ফেলেছে। কিন্তু তৃতীয় ম্যাচে আমরা জিততে মরিয়া।”

হারলেও দলের ব্যাটিং থেকে ইতিবাচক দিক খুঁজে বের করেছেন রাহুল। বলেছেন, “প্রথম ম্যাচে শিখর ধবন এবং বিরাট ভাল ব্যাটিং করেছে। দ্বিতীয় ম্যাচে ঋষভকে ছন্দে দেখতে পেলাম। ও দলের একজন গুরুত্বপূর্ণ অংশ। শার্দূল দুটো ম্যাচেই ব্যাট হাতে নিজের অবদান রেখেছে। তবুও দলে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। সেটা দ্রুত ঠিক করে নিতে হবে আমাদের।”

Advertisement
আরও পড়ুন