উইকেট শামির।
আর কোনও উইকেট পেল না ভারত। দক্ষিণ আফ্রিকা ৩৫-১।
১৪ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ফিরলেন মার্করাম।
৬৪তম ওভারে প্রথম বলেই আউট সিরাজ। ২০২ রানে ইনিংস শেষ ভারতের।
ক্রিজে আসা থেকেই মারমুখী মনোভাব নিয়ে খেলছিলেন অশ্বিন। তবে অর্ধশতরানের ৪ রান দূরেই থেমে গেলেন তিনি। ভারত ১৮৭-৯।
রাবাডার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ৯ রানে ফিরলেন শামি।
কোনও রান না করেই ফিরে গেলেন শার্দূল।
জানসেনের বলে আউট পন্থ। ১৭ রানে ফিরলেন তিনি।
প্রথম দিনের চা-বিরতি। এখন প্রশ্ন, কতক্ষণ ইনিংসে টানতে পারবে ভারত।
জানসেনের বলে পুল করতে গিয়েছিলেন রাহুল। ডিপ ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ রাবাডার।
দলকে একাই টানছেন রাহুল। অর্ধশতরান ভারত অধিনায়কের।
প্রতিরোধ গড়ে তুলেও বেশিক্ষণ টিকতে পারলেন না বিহারি। ২০ রানে রাবাডার বলে ফিরে গেলেন।
তিন উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত।
অলিভিয়েরের পরের বলেই আউট হলেন রহাণে। সেই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন। প্রথম বলেই আউট।
পুজারার খারাপ ছন্দ অব্যাহত। অলিভিয়েরের লাফিয়ে ওঠা বলে বাভুমার হাতে ক্যাচ দিলেন। ফিরলেন ৩ রানে।
ভাল শুরু করেও ২৬ রান করে আউট ময়াঙ্ক। উইকেট নিলেন জানসেন। ৩৬ রানে প্রথম উইকেট পড়ল ভারতের।
প্রথম ঘণ্টায় সাবধানে খেললেন দুই ওপেনার। ১৪ ওভারে দলের রান বিনা উইকেটে ৩৬।
১০ ওভারে ভারতের রান ৩২। ময়াঙ্ক ২২ ও রাহুল ৯ রান করে খেলছেন।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন ময়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল। ৫ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ১৫।
পরিবর্ত অধিনায়ক হিসেবে টসে জিতলেন লোকেশ রাহুল। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।
পিঠের ব্য়থার জন্য খেলছেন না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলী। তাঁর জায়গায় দলে এসেছেন হনুমা বিহারি।