ভারতকে শীর্ষ স্থানে যেতে হলে মঙ্গলবারের ম্যাচে জিততেই হত। ছবি: বিসিসিআই
টি-টোয়েন্টির পর এ বার এক দিনের ক্রিকেটেও শীর্ষ স্থানে চলে এল ভারত। মঙ্গলবার নিউ জ়িল্যান্ডকে এক দিনের সিরিজ়ে চুনকাম করার পরেই আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন রোহিতরা। ফলে সীমিত ওভারের দু’টি ফরম্যাটেই ভারতীয় দল শীর্ষে। বিশ্বকাপের আগে যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে রোহিতদের।
শনিবার ভারতের কাছে দ্বিতীয় এক দিনের ম্যাচে হারার পরেই শীর্ষস্থানচ্যুত হয়েছিল নিউ জ়িল্যান্ড। এক নম্বরে চলে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ভারতকে শীর্ষ স্থানে যেতে হলে মঙ্গলবারের ম্যাচে জিততেই হত। রোহিত শর্মা এবং শুভমন গিলের শতরান ভারতের ৯০ রানে জয় নিশ্চিত করে। প্রথম ম্যাচে ১২ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে রায়পুরে তারা জেতে আট উইকেটে।
The new No.1 team in the @MRFWorldwide ICC Men's ODI Team Rankings 🤩
— ICC (@ICC) January 24, 2023
More 👉 https://t.co/sye7IF4Y6f pic.twitter.com/hZq89ZPO31
মঙ্গলবারের ম্যাচের আগে ভারত, নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ড, তিন দলেরই র্যাঙ্কিং পয়েন্ট ছিল ১১৩। এখন ভারতের পয়েন্ট ১১৪। ইংল্যান্ডের একই পয়েন্ট থাকল। ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। ১১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল নিউ জ়িল্যান্ড। যদি ইংল্যান্ড আসন্ন এক দিনের সিরিজ়ে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারায়, তা হলে ভারতকে সরিয়ে তারাই বিশ্বের এক নম্বর দল হবে।