Shubman Gill

দ্বিশতরানে শুরু, এ বার শতরান! থামানো যাচ্ছে না শুভমনকে

ভারতীয় ওপেনার দ্বিশতরান করেছিলেন কিউইদের বিরুদ্ধে। প্রথম ম্যাচে এসেছিল সেই দ্বিশতরান। এ বার শতরান করলেন তিনি। শুভমনের দাপট স্বস্তি দেবে ভারতকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:২০
শুভমন গিলের শতরান।

শুভমন গিলের শতরান। —ফাইল চিত্র

শুভমন গিলের শতরান। ইনদওরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন তিনি। ভারতীয় ওপেনার দ্বিশতরান করেছিলেন কিউইদের বিরুদ্ধে। প্রথম ম্যাচে এসেছিল সেই দ্বিশতরান। এ বার শতরান করলেন তিনি। শুভমনের দাপট স্বস্তি দেবে ভারতকে। বিশ্বকাপের আগে এক দিনের ক্রিকেটে ভারতের দুই ওপেনার ছন্দে।

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে নেমে মঙ্গলবার বেশি আগ্রাসী দেখিয়েছে শুভমনকেই। তাঁর শতরান এল ৭২ বলে। ভারতীয় ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে ব্লেয়ার টিকনারকে চার মেরে শতরান পূর্ণ করলেন তিনি। ১৩টি চারের পাশাপাশি পাঁচটি ছয়ের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন শুভমন। এক দিনের ক্রিকেটে চতুর্থ শতরান হয়ে গেল ২৩ বছরের ব্যাটারের। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে পাঁচটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisement

শতরান পূর্ণ করার পর রোহিত সাজঘরে ফিরে যাওয়ার পর অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হলেন শুভমনও। শেষ পর্যন্ত ৭৮ বলে ১১২ রান করলেন তিনি। মারলেন ১৩টি চার এবং পাঁচটি ছয়। যে টিকনারকে চার মেরে শতরান পূর্ণ করেছিলেন তাঁর বলেই আউট হলেন শুভমন। আউট হওয়ার আগের বলেও ছয় মারেন তিনি। সিরিজ়ের শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন। নিউ জ়িল্যান্ডের কোনও বোলারই তাঁর বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারছেন না। সফরকারীদের কোনও পরিকল্পনাই কাজে লাগছে না শুভমনের বিরুদ্ধে।

ঈশান কিশন শেষ এক দিনের ম্যাচ খেলতে নেমে দ্বিশতরান করেছিলেন। তবু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে প্রথম একাদশে রাখেননি রোহিতরা। ইনিংস শুরু করার সঙ্গী হিসাবে ভারতীয় দলের অধিনায়ক বেছে নিয়েছিলেন শুভমনকে। তা নিয়ে কিছুটা সমালোচনাও হয়। ছন্দে থাকা শুভমন প্রতি ম্যাচেই ব্যাট হাতে প্রমাণ করে দিচ্ছেন, রোহিতের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।

আরও পড়ুন
Advertisement