Ravichandran Ashwin

India vs New Zealand 2021: হরভজনকে টপকে গেলেন অশ্বিন, পৌঁছে গেলেন বড় মাইলস্টোনে

ভারতীয়দের মধ্যে টেস্ট উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। সামনে অনিল কুম্বলে এবং কপিল দেব।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৫:১৪
অশ্বিনের সঙ্গে উল্লাস রহাণের।

অশ্বিনের সঙ্গে উল্লাস রহাণের। ছবি পিটিআই

কানপুরে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। সোমবার টম লাথামকে ফিরিয়ে দিতেই হরভজন সিংহকে টপকে গেলেন টেস্ট উইকেট শিকারের হিসাবে। টেস্টে ৪১৮টি উইকেট নিলেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে টেস্ট উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। সামনে অনিল কুম্বলে এবং কপিল দেব।

১০৩টি টেস্টে ৪১৭টি উইকেট নিয়েছিলেন হরভজন। তাঁকে টপকে গেলেন অশ্বিন। ৮০টি টেস্ট খেলেই ৪১৮টি উইকেট পেয়ে গিয়েছেন তিনি। কানপুরের টেস্ট এখনও চলছে। আরও উইকেট পেতেই পারেন অশ্বিন।

Advertisement
গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

তালিকার শীর্ষে থাকা কুম্বলে টেস্টে ৬১৯টি উইকেট নিয়েছেন। তাঁর থেকে এখনও ২০১টি উইকেট দূরে রয়েছেন অশ্বিন। তবে কপিলের থেকে বেশি দূরে নেই তিনি। কপিল টেস্টে ৪৩৪টি উইকেট নিয়েছেন। আর ১৭টি উইকেট নিলেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে টপকে যাবেন অশ্বিন।

কানপুর টেস্টে বার বার নজর কেড়েছেন অশ্বিন। তাঁকে খেলতে বেশ বিপাকে পড়েছেন উইলিয়ামসনরা।

Advertisement
আরও পড়ুন