অশ্বিনের সঙ্গে উল্লাস রহাণের। ছবি পিটিআই
কানপুরে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। সোমবার টম লাথামকে ফিরিয়ে দিতেই হরভজন সিংহকে টপকে গেলেন টেস্ট উইকেট শিকারের হিসাবে। টেস্টে ৪১৮টি উইকেট নিলেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে টেস্ট উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। সামনে অনিল কুম্বলে এবং কপিল দেব।
১০৩টি টেস্টে ৪১৭টি উইকেট নিয়েছিলেন হরভজন। তাঁকে টপকে গেলেন অশ্বিন। ৮০টি টেস্ট খেলেই ৪১৮টি উইকেট পেয়ে গিয়েছেন তিনি। কানপুরের টেস্ট এখনও চলছে। আরও উইকেট পেতেই পারেন অশ্বিন।
1️⃣ Anil Kumble - 619
— Mumbai Indians (@mipaltan) November 29, 2021
2️⃣ Kapil Dev - 434
3️⃣ R. Ashwin - 418
With the wicket of Tom Latham, Ashwin becomes 's 3rd highest wicket-taker in Tests! 🙌👏#OneFamily #INDvNZ @cheteshwar1 @ashwinravi99 @akshar2026 @ajinkyarahane88 @BCCI pic.twitter.com/6RTx42i5kq
তালিকার শীর্ষে থাকা কুম্বলে টেস্টে ৬১৯টি উইকেট নিয়েছেন। তাঁর থেকে এখনও ২০১টি উইকেট দূরে রয়েছেন অশ্বিন। তবে কপিলের থেকে বেশি দূরে নেই তিনি। কপিল টেস্টে ৪৩৪টি উইকেট নিয়েছেন। আর ১৭টি উইকেট নিলেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে টপকে যাবেন অশ্বিন।
কানপুর টেস্টে বার বার নজর কেড়েছেন অশ্বিন। তাঁকে খেলতে বেশ বিপাকে পড়েছেন উইলিয়ামসনরা।