Rohit Sharma

India vs England 2022: শেষ ম্যাচে বসতে হতে পারে অনেককে, সিরিজ জিতে ইঙ্গিত রোহিতের

ভারতের হয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতলেন রোহিত শর্মা। সিরিজ জিতে জানালেন দলের বোলারদের দাপটে তিনি খুশি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ২৩:১৫

—ফাইল চিত্র

সিরিজ জিতেই পরের ম্যাচের চিন্তা রোহিত শর্মার মাথায়। রবিবার নটিংহ্যামে ভারতীয় দলে ফের একাধিক পরিবর্তন হতে পারে বলেই ম্যাচ শেষে জানালেন অধিনায়ক। শনিবার ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে দেয় ভারত। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-০ ব্যবধানে।

ম্যাচ শেষে রোহিত বলেন, “যে ক্রিকেটাররা বেঞ্চে বসে রয়েছে, অবশ্যই তাদের সুযোগ দিতে চাই। কোচের সঙ্গে এই নিয়ে আলোচনা হবে। তার পরেই ঠিক করব রবিবার কাদের নিয়ে নামব।” রবিবার বিরাট কোহলী মাত্র এক রান করে ফিরে যান। রোহিত করেন ৩১ রান। ওপেনার হিসাবে এই ম্যাচে খেলেন ঋষভ পন্থ। তিনি ২৬ রান করেন।

Advertisement

ভারতের জয়ের পিছনে বোলারদের কৃতিত্ব দিচ্ছেন রোহিত। তিনি বলেন, “ওরা কতটা ভাল তা আমরা জানি। শুধু ইংল্যান্ড নয়, যে কোনও জায়গায় ভাল খেলতে পারে ওরা। আমরা কী করতে চাই সেটা আমাদের কাছে পরিষ্কার।”

শনিবার ব্যাট হাতে ৪৬ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। রোহিত বলেন, “চাপের মুখে দারুণ একটা ইনিংস খেলল জাডেজা। এই মাঠেই শতরান করেছিল ও। সেই অভিজ্ঞতা কাজে লাগাল। এই ম্যাচে কখনও চাপে পড়িনি আমরা। পাওয়ার প্লে কাজে লাগাতে পেরেছি। আমি চাইব সকলে এই আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যাক।”

আরও পড়ুন
Advertisement