Gajalakshmi in Bankura

জানেন কি দেবী লক্ষ্মীর বাহন হাতিও? গজলক্ষ্মী পুজো পান এই গ্রামে

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রামকানালি গ্রামের স্থানীয়রা ১২৩ বছরের এই পুজোর নাম দিয়েছেন গজলক্ষ্মী পুজো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১১:২৮
০১ ১০
জঙ্গলে ঘেরা বাঁকুড়ার রামকানালি গ্রাম। যখন-তখন হাতির হানা। আর তাতেই আতঙ্কিত এই গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্থ হয় ফসল।

জঙ্গলে ঘেরা বাঁকুড়ার রামকানালি গ্রাম। যখন-তখন হাতির হানা। আর তাতেই আতঙ্কিত এই গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্থ হয় ফসল।

০২ ১০
তাই গজরাজ অর্থাৎ হাতি এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে লক্ষ্মীপুজোর দিন এখানে দু’জনকেই পুজো করা হয়।

তাই গজরাজ অর্থাৎ হাতি এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে লক্ষ্মীপুজোর দিন এখানে দু’জনকেই পুজো করা হয়।

০৩ ১০
দেবী এখানে পেঁচার বদলে গজে অধিষ্ঠিতা।

দেবী এখানে পেঁচার বদলে গজে অধিষ্ঠিতা।

Advertisement
০৪ ১০
 বাঁকুড়ার বেলিয়াতোড়ের এই গ্রামের স্থানীয়রা ১২৩ বছরের এই পুজোর নাম দিয়েছেন গজলক্ষ্মী পুজো।

বাঁকুড়ার বেলিয়াতোড়ের এই গ্রামের স্থানীয়রা ১২৩ বছরের এই পুজোর নাম দিয়েছেন গজলক্ষ্মী পুজো।

০৫ ১০
স্থানীয়দের মতে, শত বছর আগে এই গ্রামের চারপাশের জঙ্গল আরও ঘন ছিল।

স্থানীয়দের মতে, শত বছর আগে এই গ্রামের চারপাশের জঙ্গল আরও ঘন ছিল।

Advertisement
০৬ ১০
সেখানে মাঝে মধ্যেই হাতির হানা হত।

সেখানে মাঝে মধ্যেই হাতির হানা হত।

০৭ ১০
প্রচুর ফসল ক্ষতিগ্রস্থ হত।

প্রচুর ফসল ক্ষতিগ্রস্থ হত।

Advertisement
০৮ ১০
ক্ষেতের ফসলকে লক্ষ্মীরূপে যাতে নির্বিঘ্নে তুলে আনা যায়, তার জন্য গজরাজকে শান্ত করার প্রয়োজন ছিল।

ক্ষেতের ফসলকে লক্ষ্মীরূপে যাতে নির্বিঘ্নে তুলে আনা যায়, তার জন্য গজরাজকে শান্ত করার প্রয়োজন ছিল।

০৯ ১০
সেই কারণেই লক্ষ্মী দেবীর সঙ্গে সঙ্গে হাতির পুজোও শুরু হয় এই গ্রামে।

সেই কারণেই লক্ষ্মী দেবীর সঙ্গে সঙ্গে হাতির পুজোও শুরু হয় এই গ্রামে।

১০ ১০
এখন জঙ্গল অনেক কমে গিয়েছে, কিন্তু বছরের পর বছর বংশ-পরম্পরায় চলে আসা এই পুজো আজও আগের মতোই হয়ে আসছে।  এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

এখন জঙ্গল অনেক কমে গিয়েছে, কিন্তু বছরের পর বছর বংশ-পরম্পরায় চলে আসা এই পুজো আজও আগের মতোই হয়ে আসছে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি