Virat Kohli

চোটে কাবু বিরাট মাঠ ছাড়লেন, চলছে শুশ্রূষা, আইপিএল খেলতে পারবেন?

শ্রেয়স আয়ারের পর ভারতীয় দলের চিন্তা বাড়ালেন কোহলি। ফিল্ডিং করার সময় পায়ে টান ধরায় মাঠ ছাড়তে হল তাঁকে। ভারতীয় দলের ফিজিয়োকে তাঁর দেখভাল করতেও দেখা গিয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:৫৬
picture of virat kohli

ফিল্ডিং করার সময় চোট পেলেন কোহলি। ছবি: টুইটার।

চোট পেয়ে মাঠ ছাড়তে হল বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলের পর মাঠ থেকে বেরিয়ে গেলেন কোহলি। ফিল্ডিং করার সময় পায়ে টান লাগে তাঁর। মাঠের পাশেই ভারতীয় দলের ফিজিয়ো তাঁর শুশ্রূষা শুরু করেন। চা পানের বিরতির পর আবার মাঠে নামেন কোহলি।

কোহলির চোট কতটা গুরুতর, তা নিয়ে ভারতীয় দলের পক্ষে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে ফিজিয়োর কাছে শুশ্রূষা নেওয়ার সময় কোহলির মুখে যন্ত্রণার ছাপ ছিল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫৬তম ওভারের প্রথম বলের পর মাঠ ছাড়েন কোহলি। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। যা রোহিত শর্মাদের শিবিরে তৈরি করেছে উদ্বেগ। চা পানের বিরতি পর্যন্ত আর মাঠে নামেননি কোহলি।

Advertisement

আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার কথা কোহলির। তিনি কি খেলতে পারবেন? সোমবার চোট লাগার পর এই প্রশ্নও তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। রবিবার ব্যাট করার সময়ই টান লেগেছিল কোহলির পায়ে। যদিও ব্যাট করতে খুব একটা সমস্যা হয়নি তাঁর। সাবলীল ভাবেই নিয়েছিলেন খুচরো রান। সম্ভবত সেই সমস্যার জন্যই আমদাবাদ টেস্টের পঞ্চম দিন ফিল্ডিং করতে করতে মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি।

কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা রবিবার খেলার শেষে ১৮৬ রানের ইনিংসের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। সমাজমাধ্যমে অনুষ্কা লিখেছিলেন, কোহলি অসুস্থ শরীরে ১৮৬ রানের ইনিংস খেলেছেন। ৪০ মাস পর টেস্টে শতরান করেছেন। যদিও খেলার পর ২২ গজে কোহলির সঙ্গে দীর্ঘ সময় কাটানো অক্ষর পটেল জানান, তিনি তেমন কিছু বুঝতে পারেননি। ফলে কোহলির অসুস্থতা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

পিঠের চোটের জন্য প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি শ্রেয়স আয়ার। এ বার পায়ে চোট পেলেন কোহলি। অন্য দিকে, পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরাও দীর্ঘ দিন মাঠের বাইরে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে উদ্বেগ বাড়ছে রোহিত শর্মার দলে।

Advertisement
আরও পড়ুন