India vs Australia

চার বছর আগের লজ্জার সামনে ভারত, বুধবার রোহিতরা পারবেন এড়াতে?

চেন্নাইয়ে এক দিনের ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স খুব ভাল নয়। শেষ পাঁচটি ম্যাচের দু’টিতে হারতে হয়েছে ভারতীয় দলকে। বুধবারের ম্যাচে ভাগ্য গড়ে দিতে পারে টস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৫:৫৮
picture of Rohit Sharma

বুধবার চেন্নাইয়ে হারলে চার বছর আগের লজ্জা ফিরবে ভারতের সাজঘরে। —ফাইল ছবি।

২০১৯ সালের পর ঘরের মাঠে কোনও দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ় হারেনি ভারত। শেষ বার অস্ট্রেলিয়ার কাছেই ঘরের মাঠে এক দিনের সিরিজ় হারতে হয়েছিল। বুধবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় ম্যাচ হারলে চার বছর পর ঘরের মাঠে এক দিনের সিরিজ় হারবে ভারত।

২০১৯ সালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়। প্রথম দু’টি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। ০-২ পিছিয়ে থেকেও অ্যারন ফিঞ্চের নেতৃত্বে সিরিজ় জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া শেষ তিনটি ম্যাচে জয় পেয়েছিল সফরকারীরা। অস্ট্রেলিয়ার সাফল্যের পিছনে সব থেকে বেশি অবদান ছিল প্যাট কামিন্স এবং উসমান খোয়াজার। কামিন্স সেই সিরিজ়ের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। খোয়াজা ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী।

Advertisement

তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে এ বার। মুম্বইয়ে প্রথম ম্যাচ ভারত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে। ব্যাটিং বিপর্যয়ের ফলে বিশাখাপত্তনমে ১০ উইকেটে হেরেছেন রোহিত শর্মারা। বুধবার ম্যাচের গুরুত্ব তাই বেড়েছে। চেন্নাইয়ে ভারত হারলে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজ় জিতে নেবেন স্টিভ স্মিথরা। সে ক্ষেত্রে ২০১৯ সালের পর ঘরের মাঠে প্রথম কোনও দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ় হারতে হবে ভারতকে। ফিঞ্চের দলের কাছে হারের পর ঘরের মাঠে টানা চারটি এক দিনের সিরিজ়ে জয় পেয়েছে ভারত। জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোনও সিরিজ়েই একটির বেশি ম্যাচ হারেনি ভারতীয় দল।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের ২২ গজ সাধারণত স্পিন সহায়ক হয়। বুধবারের ম্যাচেও তেমন উইকেটই আশা করছে দু’দল। ভারতীয় স্পিনারদের বল খেলতে অস্ট্রেলীয় ব্যাটাররা সমস্যায় পড়লে, বাড়তি সুবিধা পেতে পারেন রোহিতরা। এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে ১৩টি এক দিনের ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে সাতটি ম্যাচ জিতেছে। হারতে হয়েছে পাঁচটি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চেন্নাইয়ের মাঠে ভারতের খেলা শেষ পাঁচটি এক দিনের ম্যাচের মধ্যে জয় এসেছে তিনটি ম্যাচে। হেরেছে দু’টি। সেই অর্থে চেন্নাইয়ে ভারতীয় দলের সাফল্যের হার খুব বেশি নয়। তাই আশঙ্কা থাকছেই। টস নিয়ন্ত্রণ করতে পারে ম্যাচের ফলাফল।

Advertisement
আরও পড়ুন