India vs Australia

চোট, বিশ্রাম, ছুটি: বিশ্বকাপের আগে শেষ ম্যাচ ভারতের, পাঁচ জনকে না পেয়ে কী বলছেন রোহিত?

বিভিন্ন কারণে বিশ্বকাপের দলের পাঁচ ক্রিকেটার নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে। দলে কয়েক জনের হালকা জ্বরও রয়েছে। তবু খুব বেশি চিন্তিত নন অধিনায়ক রোহিত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৯
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ভারতীয় শিবিরে রয়েছেন মাত্র ১৩ জন ক্রিকেটার। জাতীয় নির্বাচকেরা আগেই বিশ্রাম দিয়েছিলেন পাঁচ ক্রিকেটারকে। আরও দুই ক্রিকেটার ছুটি চেয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তার উপর দলের কয়েক জনের হালকা জ্বর রয়েছে। তাই বুধবারের ম্যাচের আগে কিছুটা চিন্তায় ভারতীয় শিবির।

Advertisement

আগেই বিশ্রাম দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ এবং তিলক বর্মাকে। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন হার্দিক পাণ্ড্য এবং মহম্মদ শামি। এশিয়া কাপে চোট পাওয়া অক্ষর পটেল এখনও ফিট নন। এই আট ক্রিকেটারের মধ্যে রুতুরাজ, প্রসিদ্ধ এবং তিলক বিশ্বকাপের দলে নেই। ফলে বুধবারের ম্যাচে বিশ্বকাপের দলে থাকা পাঁচ জন ক্রিকেটারকে পাচ্ছেন না রোহিতেরা।

একাধিক সতীর্থ না থাকলেও চিন্তিত নন ভারতীয় দলের অধিনায়ক। হার্দিক এবং শামি ছুটি নেওয়ায় দলে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। এ নিয়ে ম্যাচের আগের দিন রোহিত বলেছেন, ‘‘শুভমন, হার্দিক, শামি, শার্দূল নেই। এখনও ফিট নয় অক্ষর। তাই ১৩ জনের মধ্যে থেকে ১১ জনকে বেছে নিতে হবে আমাদের।’’ এক সঙ্গে এত জন না থাকায় চিন্তিত নন তিনি। রোহিত বলেছেন, ‘‘আগামী কয়েকটা সপ্তাহ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সবার ঠিকঠাক থাকা গুরুত্বপূর্ণ। এই সময় কেউ বাড়ি যেতে চাইলে যেতেই পারে। তাতে কোনও সমস্যা নেই। কারণ আমরা বিশ্বকাপের সময় সবাইকে তরতাজা চাই। আশা করি সবাই তরতাজা ভাবে ফিরে আসবে।’’

বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘শেষ ১০টা এক দিনের ম্যাচে আমরা ভাল ছন্দে রয়েছি। বোলারেরা উইকেট নিয়েছে। ব্যাটারেরাও রান করেছে। তাই তৃতীয় ম্যাচেও ভাল ফল নিয়ে আমরা আশাবাদী।’’

দলে কয়েক জনের হালকা জ্বর থাকা অবশ্য কিছুটা চিন্তায় রেখেছে রোহিতকে। তিনি বলেছেন, ‘‘কয়েক জনের জ্বর আছে। এই বিষয়টা আমাদের হাতে নেই। মনে হয় না এটা তেমন সমস্যা হবে।’’

Advertisement
আরও পড়ুন