Rohit-Anushka on Virat

বিরাট-পত্নী অনুষ্কা কি সত্যি বলছেন না? ঠারেঠোরে সেটাই বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত

অনুষ্কা শর্মা জানিয়েছিলেন, অসুস্থতা নিয়ে আমদাবাদে শতরান করেছেন বিরাট কোহলি। তাঁর কথা মানতে চাননি রোহিত শর্মা। কী বলেছেন ভারত অধিনায়ক?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৩:০৭
Picture of Anushka Sharma and Rohit Sharma

বিরাট কোহলির স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন অনুষ্কা শর্মা (বাঁ দিকে)। তার ঠিক উল্টো কথা শোনা গেল রোহিত শর্মার মুখে। —ফাইল চিত্র

আমদাবাদে শতরান করে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি। তিনি কি অসুস্থ অবস্থায় ১৮৬ রানের ইনিংস খেলেছেন? নেটমাধ্যমে তেমনটাই বলেছিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। তার জবাব দিয়েছেন রোহিত শর্মা। বুঝিয়েই দিয়েছেন অনুষ্কা মিথ্যা বলেছেন। তিনি আবার সমাজমাধ্যমের খবরে বিশেষ গুরুত্ব দিতে নিষেধ করেছেন। তা হলে কি বিরাটের শারীরিক অবস্থা নিয়ে অনুষ্কার উল্টো কথা বললেন ভারত অধিনায়ক।

আমদাবাদে বিরাটের শতরানের পরে সমাজমাধ্যমে অনুষ্কা লেখেন, ‘‘অসুস্থতা নিয়েও এই মানসিকতা নিয়ে ব্যাটিং। ওকে দেখে আমি সব সময় উদ্বুদ্ধ হই।’’

Advertisement

অনুষ্কার এই কথার পরেই শুরু হয় জল্পনা। অনুরাগীদের প্রশ্ন, কী হয়েছে বিরাটের? সাংবাদিক বৈঠকে বিরাটের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হয় রোহিতকে। জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘সমাজমাধ্যমে যা দেখবেন সেটাই বিশ্বাস করে নেবেন না। বিরাট অসুস্থ নয়। ওর সামান্য কাশি হয়েছে।’’

বিরাটের সঙ্গে প্রথম ইনিংসে শতরানের জুটি গড়েছিলেন অক্ষর পটেল। তাঁকেও ভারতের প্রাক্তন অধিনায়কের শরীর নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে অক্ষর বলেন, ‘‘বিরাটের অসুস্থতা নিয়ে কিছু জানি না। যে ভাবে ও উইকেটের মাঝে দৌড়চ্ছিল তাতে ওকে অসুস্থ বলে মনে হয়নি। ওই রকম রোদের মধ্যে যে ভাবে ও জুটি বেঁধেছে সেটা শারীরিক অসুস্থতা নিয়ে করা সম্ভব নয়।’’

বিরাটের স্বাস্থ্য নিয়ে অনুষ্কার উল্টো কথা বলেছেন রোহিত, অক্ষররা। তার পরেই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এ কথা বলতে গেলেন অনুষ্কা? বিরাট নিজে কিছু বলেননি। অত ক্ষণ ব্যাট করেছেন। ফিল্ডিং করেছেন। কোনও সময় তাঁকে দেখে মনে হয়নি সমস্যা হচ্ছে। তা হলে কি অসুস্থতার কথা বলে আরও প্রশংসা কুড়োতে চেয়েছিলেন বিরাট-পত্নী? রোহিতের কথা কি তাতে জল ঢেলে দিল?

আমদাবাদ টেস্ট ড্র হলেও অস্ট্রেলিয়াকে ২-১ সিরিজ় হারিয়েছে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রেখেছে তারা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছেন রোহিতরা। ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন