India vs Australia

কেন ৩ দিনে শেষ টেস্ট? বিমানযাত্রীর প্রশ্নের উত্তর দিলেন অশ্বিন

বর্ডার-গাওস্কর ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। তাঁদের স্পিনের দাপটেই একের পর এক ম্যাচ জিতছে ভারত। দু’টি টেস্টে তাঁরা দু’জন মিলে ৩১ উইকেট তুলে নিয়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৫

—ফাইল চিত্র

দিল্লি টেস্টের পর বাড়ি ফিরছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সময় বিমানে তাঁর এক সহ-যাত্রী অনুযোগ করলেন তিন দিনে টেস্ট শেষ হয়ে যাওয়া নিয়ে। তাড়াতাড়ি টেস্ট কেন শেষ হয়ে যাচ্ছে সেটার উত্তরও দিলেন অশ্বিন।

ভারতের মাটিতে স্পিনের সঙ্গে পেরে উঠছেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সহজেই দু’টি টেস্ট জিতে নিয়েছে ভারত। এখনও দু’টি টেস্ট বাকি। এমন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি টেস্ট শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছু দিনের ছুটি পেয়েছিলেন ক্রিকেটাররা। অশ্বিন তামিলনাড়ু গিয়েছিলেন। ফেরার পথে তাঁকে এক যাত্রী জিজ্ঞেস করেন কেন তিন দিনে খেলা শেষ হয়ে যাচ্ছে। সেই ঘটনার কথা জানিয়েছেন অশ্বিন। ভারতীয় স্পিনার বলেন, “দিল্লি টেস্টে আমরা প্রথম সেশনে ভেবেছিলাম ৫ উইকেট তুলতে পারব। মনে হয়েছিল তাতে ১৫০-১৬০ রান মতো তাড়া করতে হবে। কিন্তু ওরা প্রথম সেশনেই শেষ হয়ে যায়। উইকেট ভাল হওয়ার আগেই ওরা শেষ। বিমানে এক যাত্রী আমাকে বলেন, আপনারা তিন দিনে কেন ম্যাচ শেষ করে দিচ্ছেন? আমার খারাপ লাগছে।”

Advertisement

অশ্বিন সেই যাত্রীকে উত্তরও দিয়েছেন। তিনি বলেন, “দুটো জিনিস পাল্টে গিয়েছে। প্রথমটা ক্রিকেটারদের মানসিকতা। এখনকার দিনে সব ক্রিকেটারই দ্রুত খেলতে চায়। দ্রুত রান তুলতে চায়। ক্রিকেটাররা খুব বেশি সময় নেয় না। তা বলে কারও সঙ্গে এটা নিয়ে তুলনা করা উচিত নয়। আলাদা যুগে, আলাদা ভাবে খেলা হয়। দ্বিতীয়ত, দুটো ম্যাচের কোনওটাই তিন দিনে শেষ হয়ে যাওয়া উচিত হয়নি।”

বর্ডার-গাওস্কর ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। তাঁদের স্পিনের দাপটেই একের পর এক ম্যাচ জিতছে ভারত। দু’টি টেস্টে তাঁরা দু’জন মিলে ৩১ উইকেট তুলে নিয়েছেন। ১ মার্চ থেকে শুরু তৃতীয় টেস্ট।

Advertisement
আরও পড়ুন