দ্বিতীয় ইনিংসে রান পেলেন না কোহলি। ছবি: টুইটার।
ব্যাট করছেন পুজারা (২৫) এবং ভরত (১৬)।
ব্যাট করছেন পুজারা (২৫) এবং ভরত (৩)।
শ্রেয়সকে (১২) আউট করলেন লায়ন। ভারত ৪ উইকেটে ৮৮।
ব্যাট করছেন পুজারা (২৯) এবং শ্রেয়স (৬)।
কোহলিকে (২০) আউট করলেন মারফি। ভারত ৬৯/৩।
উইকেটে রয়েছেন পুজারা (১৭) এবং কোহলি(২০)।
উইকেটে রয়েছেন পুজারা (১৭) এবং কোহলি(১৫)।
উইকেটে রয়েছেন পুজারা (১২) এবং কোহলি(৬)।
উইকেটে রয়েছেন পুজারা (৮) এবং কোহলি(২)।
রান আউট হলেন রোহিত (৩১)। ভারত ২ উইকেটে ৩৯ রান।
উইকেটে রয়েছেন রোহিত (১৯) এবং পুজারা (৫)।
মধ্যাহ্নভোজের বিরতি। উইকেটে রয়েছেন রোহিত (১২) এবং পুজারা (১)।
রাহুলকে (১) আউট করলেন লায়ন। ভারত ৬/১। উইকেটে আছেন রোহিত (৫)।
দিল্লিতে টেস্টে সেরা বোলিং জাডেজার। এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৪৮ রানে ৭ উইকেট। অস্ট্রেলিয়ার নিজের রেকর্ড উন্নত করলেন বাঁহাতি অলরাউন্ডার।
কুনেম্যানকে (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ১১৩ রানে। জয়ের জন্য ভারতের দরকার ১১৫ রান।
লায়নকে (৮) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ১১৩/৯।
ব্যাট করছেন লায়ন (৮) এবং মারফি (১)।
ক্যারিকে (৭) আউট করলেন জাডেজা। ৫ উইকেট নিলেন বাঁহাতি অলরাউন্ডার। অস্ট্রেলিয়া ১১০/৮।
কামিন্সকেও (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ১০১/৭। ব্যাট করছেন ক্যারি (১) এবং লায়ন (৫)। ২ ওভারে পর পর তিন বলে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
হ্যান্ডসকম্বকে (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ৯৫/৬।