India vs Australia

দিল্লি টেস্টে কামিন্সদের ৬ উইকেটে হারালেন রোহিতরা, কী ভাবে এল জয়?

দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা। জাডেজা এবং অশ্বিন মিলে তুলে নিলেন ১০ উইকেট। টেস্টে সেরা বোলিং করলেন জাডেজা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০১
দ্বিতীয় ইনিংসে রান পেলেন না কোহলি।

দ্বিতীয় ইনিংসে রান পেলেন না কোহলি। ছবি: টুইটার।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৩ key status

ভারত ১০৫/৪

ব্যাট করছেন পুজারা (২৫) এবং ভরত (১৬)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৫ key status

ভারত ৯২/৪

ব্যাট করছেন পুজারা (২৫) এবং ভরত (৩)।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৮ key status

আউট শ্রেয়স

শ্রেয়সকে (১২) আউট করলেন লায়ন। ভারত ৪ উইকেটে ৮৮।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৩ key status

ভারত ৮১/৩

ব্যাট করছেন পুজারা (২৯) এবং শ্রেয়স (৬)।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৬ key status

আউট কোহলি

কোহলিকে (২০) আউট করলেন মারফি। ভারত ৬৯/৩।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৫ key status

ভারত ৬৯/২

উইকেটে রয়েছেন পুজারা (১৭) এবং কোহলি(২০)।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৪ key status

ভারত ৬৪/২

উইকেটে রয়েছেন পুজারা (১৭) এবং কোহলি(১৫)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪১ key status

ভারত ৫০/২

উইকেটে রয়েছেন পুজারা (১২) এবং কোহলি(৬)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৫ key status

ভারত ৪২/২

উইকেটে রয়েছেন পুজারা (৮) এবং কোহলি(২)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৪ key status

আউট রোহিত

রান আউট হলেন রোহিত (৩১)। ভারত ২ উইকেটে ৩৯ রান।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৬ key status

ভারত ২৫/১

উইকেটে রয়েছেন রোহিত (১৯) এবং পুজারা (৫)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৪ key status

ভারত ১৪/১

মধ্যাহ্নভোজের বিরতি। উইকেটে রয়েছেন রোহিত (১২) এবং পুজারা (১)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮ key status

আউট রাহুল

রাহুলকে (১) আউট করলেন লায়ন। ভারত ৬/১। উইকেটে আছেন রোহিত (৫)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৬ key status

৪২ রানে ৭ উইকেট জাডেজার

দিল্লিতে টেস্টে সেরা বোলিং জাডেজার। এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৪৮ রানে ৭ উইকেট। অস্ট্রেলিয়ার নিজের রেকর্ড উন্নত করলেন বাঁহাতি অলরাউন্ডার।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৩ key status

আউট কুনেম্যান

কুনেম্যানকে (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ১১৩ রানে। জয়ের জন্য ভারতের দরকার ১১৫ রান।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৭ key status

আউট লায়ন

লায়নকে (৮) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ১১৩/৯।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫০ key status

অস্ট্রেলিয়া ১১১/৮

ব্যাট করছেন লায়ন (৮) এবং মারফি (১)।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৬ key status

আউট ক্যারি

ক্যারিকে (৭) আউট করলেন জাডেজা। ৫ উইকেট নিলেন বাঁহাতি অলরাউন্ডার। অস্ট্রেলিয়া ১১০/৮।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৬ key status

আউট কামিন্স

কামিন্সকেও (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ১০১/৭। ব্যাট করছেন ক্যারি (১) এবং লায়ন (৫)। ২ ওভারে পর পর তিন বলে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৫ key status

আউট হ্যান্ডসকম্ব

হ্যান্ডসকম্বকে (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ৯৫/৬।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন