অশ্বিনের পরে আউট অক্ষরও। বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। ছবি: পিটিআই
২৬২ রানে অলআউট ভারত। প্রথম ইনিংসে ১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
৭৪ রান করে আউট অক্ষর।
৩৭ রান করে আউট হয়ে গেলেন অশ্বিন।
অক্ষর ৬৭ ও অশ্বিন ৩৭ রান করে ব্যাট করছেন। শতরানের জুটি গড়েছেন তাঁরা।
৯৪ বলে অর্ধশতরান করলেন অক্ষর। ভারতের রান ৭ উইকেটে ২৩০।
অক্ষর ৩৪ ও অশ্বিন ১৯ রান করে ব্যাট করছেন।
ক্রিজে রয়েছেন অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর ২৮ ও অশ্বিন ১১ রান করে ব্যাট করছেন।
৪৪ রান করে আউট কোহলি। কিন্তু তাঁর আউট ঘিরে বিতর্ক।
ভাল খেলছিলেন। কিন্তু ২৬ রান করে টড মারফির বলে আউট হয়ে গেলেন জাডেজা।
ক্রিজে রয়েছেন কোহলি-জাডেজা। কোহলি ৩০ ও জাডেজা ২৫ রান করে খেলছেন।
পাল্টা লড়াই করছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। কোহলি ১৪ ও জাডেজা ১৫ রান করে খেলছেন।
ভারতের চতুর্থ উইকেটের পতন। ৪ রান করে আউট শ্রেয়স আয়ার। সব ক’টি উইকেটই নিলেন লায়ন। শর্ট লেগে শ্রেয়সের দুরন্ত ক্যাচ নিলেন পিটার হ্যান্ডসকম্ব।
নিজের শততম টেস্টে ব্যর্থ পুজারা। শূন্য রানে সাজঘরে ফিরলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে আবার ধাক্কা দিলেন লায়ন।
আরও একটি উইকেট নিলেন নেথান লায়ন। এ বার রোহিত শর্মাকে বোল্ড করলেন তিনি। ৩২ রান করে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক।
২৯ রান করে ব্যাট করছেন রোহিত। এখনও খাতা খোলেননি পুজারা।
নিজের শততম টেস্টে শূন্য রানে আউট হতে পারতেন পুজারা। তাঁর প্যাডে বল লাগলে আবেদন করে অস্ট্রেলিয়া। আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয়নি অস্ট্রেলিয়া। রিভিউ নিলে আউট হয়ে যেতেন পুজারা। অল্পের জন্য বেঁচে গেলেন তিনি।
আরও এক বার শুরুটা ভাল করেও বড় রান করতে ব্যর্থ লোকেশ রাহুল। নেথান লায়নের বলে ১৭ রান করে এলবিডব্লিউ হয়েছেন তিনি।
দ্বিতীয় দিনের প্রথম আধ ঘণ্টাতেই দুটো রিভিউ নষ্ট করল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে আর মাত্র একটি রিভিউ পড়ে আছে তাদের।
রোহিত ১৮ ও রাহুল ৬ রান করে ব্যাট করছেন। ভারতীয় দলকে ভাল শুরু দিতে চাইছেন তাঁরা।
প্রথম দিনের শেষে ক্রিজে ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাঁরাই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছেন।