Hardik Pandya

হারার পর দেশের সেরা ১৫ ক্রিকেটার বেছে ফেললেন হার্দিক, কতটা মিল বিশ্বকাপের ১৫ জনের দলের সঙ্গে

নিজের পারফরম্যান্সে খুশি হার্দিক। জানেন পরের ম্যাচে অস্ট্রেলিয়া তাঁকে লক্ষ্য হিসাবে বেছে নিতে পারে। তাই আরও ভাল খেলতে চান তিনি। দল হারলেও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৩
সতীর্থদের পাশে দাঁড়ালেন হার্দিক।

সতীর্থদের পাশে দাঁড়ালেন হার্দিক। ছবি: টুইটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেলদের তীব্র সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে যশপ্রীত বুমরাকে না খেলানো নিয়েও। কিন্তু সতীর্থদের পাশে দাঁড়িয়ে হার্দিক পাণ্ড্যর সাফ কথা, তাঁরাই দেশের সেরা ১৫ জন ক্রিকেটার। তাই তাঁরা দলে রয়েছেন।

হার্দিক বলেছেন, ‘‘সকলেই জানে বুমরা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওর থাকাটা কতটা লাভজনক হতে পারে। কিন্তু ছেলেদের উপর আমাদের আস্থা রয়েছে। ওরা দেশের সেরা ১৫ জন ক্রিকেটারের মধ্যেই পড়ে। সে জন্যই ওরা দলে রয়েছে।’’

Advertisement

২০৮ রান হাতে নিয়েও দলকে জয় এনে দিতে পারেননি ভুবনেশ্বর, হর্ষলরা। বুমরাকে না খেলানো নিয়ে হার্দিক বলেছেন, ‘‘বুমরা ছিল না। সেটা অবশ্যই পার্থক্য গড়ে দিয়েছে। বুমরা সবে চোট সারিয়ে ফিরেছে। এখন ওকে যথেষ্ট সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে এখন বেশি চাপে ফেলাও উচিত নয় বুমরার।’’

ব্যাট হাতে ৩০ বলে ৭১ রানের ইনিংস খেললেও বল হাতে উইকেট পাননি হার্দিক। নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্য তিনি খুশি। ভারতীয় দলের অলরাউন্ডার বলেছেন, ‘‘সম্প্রতি বেশ কিছু সাফল্য পেয়েছি। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হল, কতটা ভাল করতে পারছি। সেটা নিজের ভাল দিনেও সমান ভাবে প্রযোজ্য। আমার ক্রিকেটজীবন যে ভাবে এগিয়েছে তার ভিত্তিতে নিজের পারফরম্যান্স বড় কিছু বলতে চাই না। সেটা সাফল্য হোক বা ব্যর্থতা।’’

মঙ্গলবারের ম্যাচে নিজের পারফরম্যান্সকে ইতিবাচক বলেই মনে করছেন হার্দিক। বলেছেন, ‘‘জানি পরের ম্যাচে ওরা আমাকে লক্ষ্য হিসাবে বেছে নেবে। সে জন্য আমাকেও এক ধাপ এগিয়ে খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement