শুধু স্কটল্যান্ডের আগে কোহলীরা ছবি: টুইটার
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের লজ্জার শেষ নেই। বিরাট কোহলী, রোহিত শর্মারা এতটাই মন্থর গতিতে ব্যাটিং করছেন, এবং তারপর এতটাই বিশ্রী ভাবে হারছেন, ভারতের নেট রানরেট একেবারে তলানিতে এসে ঠেকেছে।
রবিবারের ম্যাচের পর যা অবস্থা, তাতে সুপার ১২-র ১২টি দলের মধ্যে নেট রানরেটে ভারত রয়েছে ১১ নম্বরে। ভারতের নীচে আছে শুধু স্কটল্যান্ড। নামিবিয়া, বাংলাদেশও ভারতের উপরে রয়েছে।
ভারতের নেট রানরেট -১.৬০৯। কোহলীরা দু’টি ম্যাচে ৪০ ওভারে ২৬১ রান করেছেন। কোহলীদের বিপক্ষে ৩২.২ ওভারে ২৬৩ রান হয়েছে। ভারতের উপরে রয়েছে নামিবিয়া। তাদের নেট রানরেট -১.২৮৭। বাংলাদেশও ভারতের উপরে রয়েছে। তাদের নেট রানরেট -১.০৬৯।
১২টি দলের মধ্যে নেট রানরেট সবথেকে ভাল ইংল্যান্ডের, +৩.৯৪৮। তারপর রয়েছে আফগানিস্তান, +৩.০৯৭।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটাররা মাত্র ১০ বার মাঠের বাইরে বল পাঠাতে পেরেছেন। রবীন্দ্র জাডেজা ২টি চার ও ১টি ছয়, রোহিত শর্মা ১টি করে চার ও ছয়, লোকেশ রাহুল ৩টি চার এবং ঈশান কিশন ও হার্দিক পাণ্ড্য ১টি করে চার মেরেছেন।