India vs South Africa Test

সিরিজ় জিততে চাই ভাগ্যের সহায়তাও, বলছেন দ্রাবিড়

তিন দশক পেরিয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ় জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে ভারতের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ০৬:২৫
An image of K L Rahul

ভরসা: ৭০ রান করে অপরাজিত রাহুল। মঙ্গলবার সেঞ্চুরিয়নে। ছবি: পিটিআই।

সেঞ্চুরিয়নে প্রথম দিনেই চাপের মুখে ভারতীয় শিবির। কোচ রাহুল দ্রাবিড় জানালেন, এমন পরিবেশে টেস্ট সিরিজ় জিততে হলে কিছুটা হলেও ভাগ্যের সহায়তার প্রয়োজন রয়েছে।

Advertisement

তিন দশক পেরিয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ় জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে ভারতের। সম্প্রচারকারী চ্যানেলে দ্রাবিড় বলেছেন, ‘‘বেশ কয়েকবার আমরা জয়ের সামনে চলে এসেও শেষরক্ষা করতে পারিনি। কিছু ভাল ইনিংসও রয়েছে। জয় থেকে ৩০-৪০ রান দূরে থেকে গিয়েছি আমরা।’’ দ্রাবিড় জানান, তার পরেও দুই বছর আগে ভারতীয় দল যে ক্রিকেট খেলেছিল, তা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছিল যথেষ্ট। যেখানে প্রথম টেস্টে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সিরিজ় হারতে হয় ভারতকে।

দ্রাবিড়ের মন্তব্য, ‘‘শেষ টেস্ট সিরিজ়ে ভারতীয় দল যে বোলিং করেছিল, সেটা সত্যিই অসাধারণ। সেই পারফরম্যান্সই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমাদের হাতে যে বোলিং শক্তি রয়েছে, তাতে এখন ২০ উইকেট তোলার ক্ষমতা রয়েছে।’’

তার পরেই রোহিতদের প্রধান কোচ যোগ করেছেন, ‘‘আসলে এই ধরনের আবহাওয়ায় জিততে হলে একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার। কখনও আপনি ভাল খেলবেন, কখনও তা খারাপ হবে। এটা প্রতিপক্ষের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য। আর সেই জায়গাতেই একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার।’’

তা হলে ভারতীয় দলের কী করণীয়? দ্রাবিড়ের বিশ্লেষণ, ‘‘নিজের দক্ষতায় বলকে ঠিক নি‌শানায় রেখে বোলিং করা যাওয়া অথবা প্রয়োজনের সময় আরও একটু ধৈর্য এবং শৃঙ্খলা মেনে ব্যাটিং করতে পারলে সফল হওয়া সম্ভব।’’ যোগ করেন, ‘‘কখন বল একটু পুরনো হলে আপনি সুবিধা পাবেন, সেই ভাবনা নিয়ে কিন্তু এই ধরনের পরিবেশে খেলা ঠিক হবে না।’’

নিজের ক্রিকেটজীবনে দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে তিনিও সাফল্য পেয়েছেন। সেই অভিজ্ঞতা মাথায় রেখে দ্রাবিড়ের সংযোজন, ‘‘৩০-৪০ রান করে কেউ হয়তো স্বস্তি অনুভব করতে পারে কিন্তু সেটাকেই যদি বড় ইনিংসে পরিণত করা যায়, সেটাই কিন্তু ম্যাচে ফারাক গড়ে দেবে।’’ আরও বলেন, ‘‘এই আবহাওয়ায় দক্ষিণ আফ্রিকার মতো সেরা দলের বিরুদ্ধে ভাল কিছু করতে হলে এই বিযয়গুলোর উপরে বিশেষ গুরুত্ব দিত হবে। আমি আশাবাদী, দুই টেস্টের এই সিরিজ়ে আমরা সেই ব্যাপারগুলো রপ্ত করে ফেলব।’’

এ দিনই টেস্টে অভিষক হল ডান হাতি জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণের। দ্রাবিড় বলেছেন, ‘‘ও প্রতিভাবান। চোটের জন্য খুব বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেনি, কিন্তু এই উইকেটে বোলিংটা উপভোগ করবে।’’

এ দিকে, মঙ্গলবার ভারতীয় শিবিরের নায়ক কে এল রাহুলের ব্যাটিং দেখে উল্লসিত ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি বলেছেন, ‘‘রাহুল ক্রমশ আমাদের কাছে ত্রাতা হয়ে উঠছে। প্রত্যেকবারই কঠিন পরিস্থিতিতে ও এ ভাবেই বিপর্যয় সামলে দেয়। এখন আর এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। ওর কাছে পরিকল্পনাটা খুবই স্বচ্ছ। ভাল বলে রক্ষণ জমাট রাখে, খারাপ বলে শট নিতে দেরি করে না।’’

Advertisement
আরও পড়ুন