রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া থেকে ফেরার কয়েক দিন পরই অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যে তিনি অবিচল। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি নিজেকে অনুশীলনের মধ্যে ডুবিয়ে রাখতে চাইছেন ভারতীয় দলের অধিনায়ক। মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের নেটেও গা ঘামাচ্ছেন।
প্রতি দিন সকাল সকাল উঠে পড়ছেন ঘুমকাতুরে হিসাবে পরিচিত রোহিত। যাচ্ছেন বাড়ির কাছে একটি পার্কে। কয়েক পাক হেঁটে, দৌড়ে বাড়ি ফিরছেন। ওজন কমানোর জন্য বাড়তি পরিশ্রম করছেন রোহিত। ফিটনেস ট্রেনিং করছেন। একই সঙ্গে ব্যাট হাতে নেটেও যতটা বেশি সম্ভব সময় কাটানোর চেষ্টা করছেন। গত কয়েক দিন মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করেছেন রোহিত। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের নেটে অনুশীলন করতে দেখা গেল তাঁকে। রোহিতের অনুশীলনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, ফ্লাড লাইটে হার্দিক এবং অন্য বোলারেরা বল করছেন আর রোহিত ব্যাট করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে ভারতীয় দলের শিবিরে যোগ দিতে ১৮ জানুয়ারি হার্দিকের কলকাতায় আসার কথা। রোহিত মুম্বইয়েই অনুশীলন করবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে মুম্বইয়ে প্রস্তুতি নিচ্ছেন হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্সের অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। তাঁর সঙ্গে অনুশীলন শুরু করলেন রোহিতও। ভারতীয় দলের সূচিতে এখন লাল বলের ক্রিকেট নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিতের লক্ষ্য এখন শুধু এক দিনের ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। এই দুই প্রতিযোগিতার উপর অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ। স্বভাবতই তিনি বাড়তি উদ্যোগী এবং সতর্ক।