শুভমন গিল। —ফাইল ছবি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শেষে কয়েক দিনের অবসর। এই সুযোগে বন্ধু অগ্নিদেব চোপড়ার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন শুভমন গিল। বিশেষ এক জনকে নিয়ে গিয়েছিলেন শুভমন। মিজ়োরামের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন অগ্নি। গত ৪ নভেম্বর তিনি ২৬ বছর পূর্ণ করেছেন।
ক্রিকেটার ছাড়াও অগ্নিদেবের আরও একটি পরিচয় রয়েছে। তিনি বলিউডের চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়া এবং চিত্র-সমালোচক অনুপমা চোপড়ার ছেলে। বোন শাহনীল গিলকে নিয়ে বন্ধু অগ্নির মুম্বইয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় দলের তরুণ ব্যাটার। চোপড়া পরিবারের সঙ্গে শুভমন এবং শাহনীলের ছবি সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অগ্নির মা অনুপমা।
শুভমন এবং অগ্নি দু’জনে সমবয়সী। ক্রিকেটের সূত্রেই তাঁদের বন্ধুত্ব। অগ্নি আদতে মুম্বইয়ের ক্রিকেটার হলেও রঞ্জি ট্রফি খেলছেন মিজ়োরামের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি ম্যাচ খেলার পর অগ্নির গড় ৯৯.০৬। আটটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। স্বপ্নের ফর্মে রয়েছেন তরুণ ব্যাটার। তাঁর এই পরিসংখ্যানের সঙ্গে তুলনা হচ্ছে ডন ব্র্যাডমানের টেস্ট পরিসংখ্যানের। যদিও কয়েক দিন আগে অগ্নি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ব্র্যাডম্যানের সঙ্গে আমার তুলনা করাটাই সম্ভব নয়। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের এক জন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওঁর গড় ৯৯.৯৪। উনি যে পর্যায় খেলেছেন, আমি তো সেটা খেলিনি। তাই ওঁর সঙ্গে তুলনাটা খুবই হাস্যকর লাগে আমার।”
রঞ্জির প্লেট গ্রুপে আলোচনার কেন্দ্রে এখন অগ্নিই। বাস্তবের জমিতে পা রেখে চলতে পছন্দ করেন ‘টুয়েল্ভথ ফেল’এর পরিচালকের ছেলে। স্বপ্ন দেখেন এক দিন তিনিও বন্ধু শুভমনের মতো ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন।