Arrest

যুবতীর শ্লীলতাহানি এবং তাঁকে মারধর! খণ্ডঘোষে গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই যুবতী সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, খণ্ডঘোষ-নবগ্রাম রাস্তা ধরে ফেরার সময় শুঁড়িপুকুরের কাছে তাঁর পথ আটকান অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
খণ্ডঘোষ শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ২৩:৪৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

যুবতীর শ্লীলতাহানি এবং তাঁকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম ইন্দ্রজিৎ ঘন্টি ওরফে সাবেদ। খণ্ডঘোষ থানার বিচখাড়া গ্রামে তাঁর বাড়ি। ঘটনার দিন রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই যুবতী সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, খণ্ডঘোষ-নবগ্রাম রাস্তা ধরে ফেরার সময় শুঁড়িপুকুরের কাছে তাঁর পথ আটকান অভিযুক্ত। যুবতীকে সাইকেল থেকে ফেলে দিয়ে মারধর করেন তিনি। এমনকি তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে আশপাশের লোকজন এলে তিনি পালিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ জেনেছে, ২০২২ সালে যুবতীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন অভিযুক্ত। সেই সময় যুবতী নাবালিকা ছিলেন। এ নিয়ে খণ্ডঘোষ থানায় পকসো আইনের ধারায় মামলাও হয়। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিস। তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশের। বুধবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

আরও পড়ুন
Advertisement