ICC World Cup 2023

ভারত-পাকিস্তান ম্যাচে নতুন নজির, বিশ্বকাপে দু’দলের আগের সাতটি সাক্ষাতে যা হয়নি

প্রথম চারটি এক দিনের বিশ্বকাপে মুখোমুখি হয়নি ভারত এবং পাকিস্তান। গত ৩১ বছরে দু’দল মুখোমুখি হয়েছে আট বার। শনিবার এমন একটি ঘটনা ঘটেছে, যা হয়নি আগের সাতটি ম্যাচে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১০:২০
picture of Rohit Sharma and Babar Azam

(বাঁদিকে) বাবর আজ়ম এবং রোহিত শর্মা। ছবি: আইসিসি।

এক দিনের বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান প্রথম বার মুখোমুখি হয়েছিল ১৯৯২ সালে। তার পর থেকে প্রতি বিশ্বকাপেই দু’দেশের লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। এই আট বারই জয় পেয়েছে ভারত। শনিবার আমদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচে তৈরি হল একটি নজির।

Advertisement

বিশ্বকাপের ভারতের কাছে পাকিস্তানের হার নতুন কিছু নয়। তবে গত ৩১ বছরে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ কখনও এত তাড়াতাড়ি শেষ হয়নি। যা হয়েছে দু’দলের অষ্টম সাক্ষাতে। শনিবার পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে ৪২.৫ ওভারে। আর ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে ৩০.৩ ওভারে। অর্থাৎ, দু’দল মিলিয়ে ১০০ ওভারের ম্যাচে খেলেছে ৭৩.২ ওভার। এক আগে কখনও বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই এত কম ওভারে শেষ হয়ে যায়নি। অর্থাৎ, শনিবার বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ক্ষুদ্রতম লড়াই হয়েছে।

এর আগে সব থেকে কম ওভারের ম্যাচ হয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপে। বৃষ্টির জন্য ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে খেলা হয়েছিল ৯০ ওভার। ওভারের হিসাবে বিশ্বকাপে ভারত-পাকিস্তান দীর্ঘতম ম্যাচ খেলেছিল ২০১১ বিশ্বকাপে। মোহালিতে আয়োজিত সেই সেমিফাইনালে দু’দল মিলিয়ে খেলেছিল মোট ৯৯.৫ ওভার। এক বল কম খেলা হয়েছিল সেই ম্যাচে।

এ বারের বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মারা। তাঁদের পরের খেলা আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে পুণেতে। শনিবার পাকিস্তান প্রথম হারের স্বাদ পেল প্রতিযোগিতায়। তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। বাবর আজ়মদের পরের ম্যাচ ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

Advertisement
আরও পড়ুন