Champions Trophy 2025

পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? ভারতের সম্মতি ছাড়াই সূচি প্রকাশের সম্ভাবনা আইসিসির

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হতে পারে ১১ নভেম্বর। পাকিস্তানেই প্রতিযোগিতা হওয়ার বিষয়ে সিলমোহর দিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৯
cricket

ভারতকে কি দেখা যাবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে? ধোঁয়াশা এখনও রয়েছে। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশা এখনও রয়েছে। পাকিস্তানেই কি প্রতিযোগিতা হবে? না কি ভারতের আপত্তি মেনে অন্য কোনও দেশে তা সরিয়ে দেওয়া হবে? আপাতত যা খবর, তাতে পাকিস্তানেই হবে প্রতিযোগিতা। ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। যদিও ভারত খেলবে কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement

১০ থেকে ১২ নভেম্বর পাকিস্তানের লাহোরে যাওয়ার কথা আইসিসির একটি প্রতিনিধি দলের। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতার জন্য পাকিস্তান কতটা তৈরি তা খতিয়ে দেখতে যাবে প্রতিনিধি দল। সেই সফর চলাকালীন প্রতিযোগিতার সূচি ঘোষণা হওয়ার কথা। ইতিমধ্যেই নাকি সব দেশের ক্রিকেট বোর্ডকে খসড়া সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।

জানা গিয়েছে, গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড। গ্রুপ বি-তে রাখা হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। অবশ্য ভারত পাকিস্তানে খেলতে যেতে চাইছে না। এই বিষয়ে পুরো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের উপর ছাড়া হয়েছে। যদি ভারতের দাবি মেনে পাকিস্তান থেকে প্রতিযোগিতা না সরে ও ভারত সে দেশে খেলতে যেতে না চায় তা হলে ভারতকে বাদ দিয়ে প্রতিযোগিতা হবে কি না সেই প্রশ্নও থেকে যাচ্ছে।

১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। করাচিতে হওয়ার কথা প্রথম ম্যাচ। ৫ ও ৬ মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে দু’টি সেমিফাইনাল হওয়ার কথা। ৯ মার্চ লাহোরে হতে পারে ফাইনাল। ১০ মার্চ রিজ়ার্ভ দিন রাখা হয়েছে। প্রতিযোগিতার ১৫টি ম্যাচ করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে। ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এখন দেখার ১১ নভেম্বর প্রতিযোগিতার সূচি ঘোষণা হয় কি না।

আরও পড়ুন
Advertisement