India vs New Zealand Semi Final Live

সাত উইকেট শামির, সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডকে কী ভাবে হারাল ভারত?

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করে ৩৯৭ রান তুলেছে ভারত। শতরান করেছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার। জবাবে নিউ জ়িল্যান্ডের পাঁচটি উইকেট তুলে নিয়েছেন শামি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২২:৩৮
মহম্মদ শামি।

মহম্মদ শামি। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২২:৩৮ key status

ফাইনালে ভারত

সাত উইকেট নিয়ে কিউয়িদের একাই শেষ করে দিলেন শামি। ভারত বিশ্বকাপের ফাইনালে। শেষ দিকে পর পর উইকেট নিলেন তিনি।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২১:৫০ key status

চাপ বাড়ছে রোহিতদের

নিউ জ়িল্যান্ডের আর উইকেট পড়ছে না। খেলে চলেছেন মিচেল-ফিলিপস। এখন ভারতের চাই উইকেট।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২১:০৬ key status

আউট লাথাম

একই ওভারে লাথামকে তুলে নিলেন শামি। দু’টি বল খেলার পরেই এলবিডব্লিউ হলেন কিউয়ি ব্যাটার।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২০:৫৬ key status

আউট উইলিয়ামসন

যাঁর ক্যাচ ফেলেছিলেন সেই উইলিয়ামসনকে ফেরালেন শামি। মিড-অনে তাঁর ক্যাচ ধরলেন সূর্য।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২০:৩৪ key status

শামি ক্যাচ ফস্কালেন

খুবই খারাপ ফিল্ডিং হচ্ছে ভারতের। তার আরেকটা নমুনা পাওয়া গেল। বুমরার বলে উইলিয়ামসনের বলে সহজ ক্যাচ ফেললেন শামি।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২০:২৩ key status

চাপ সামলে নিয়েছে নিউ জ়িল্যান্ডের

মিচেলের পর অর্ধশতরান উইলিয়ামসনেরও।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২০:০৮ key status

নিউ জ়িল্যান্ড ২২ ওভারে ১৪১-২

ক্রিজে উইলিয়ামন (৪১) এবং মিচেল (৪৯)।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৯:২৯ key status

ধরে খেলছেন উইলিয়ামসন-মিচেল

দু’টি উইকেট পড়ার পর সাবধানী হয়ে গিয়েছেন কিউয়ি ব্যাটারেরা।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৯:০১ key status

আউট রাচিন

দ্বিতীয় ওভারেও উইকেট শামির। এ বার পিছনে ক্যাচ দিয়ে আউট রাচিন (১৩)।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৮:৫৪ key status

আউট কনওয়ে

বল করতে এসে শুরুতেই ধাক্কা দিলেন শামি। প্রথম বলেই খোঁচা কনওয়ের। দারুণ ক্যাচ উইকেটকিপার রাহুলের।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৮:৩০ key status

নিউ জ়িল্যান্ড ২ ওভারে ১২-০

বল করছেন বুমরা এবং সিরাজ।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:৫৪ key status

ভারত ৫০ ওভারে ৩৯৭-৪

কোহলি, শ্রেয়সের শতরান, শুভমনের অর্ধশতরানের সৌজন্যে ৩৯৭-৪ তুলল ভারত।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৯ key status

আউট সূর্যকুমার

ক্রিজে কয়েক মিনিট স্থায়ী হল সূর্যের ইনিংস। ২ বলে ১ রান করে সাউদির বলে ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৮ key status

শ্রেয়স আউট

চালিয়ে খেলতে গিয়েই উইকেট খোয়ালেন শ্রেয়স। বোল্টের বলে লং অনে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিলেন।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:৪২ key status

আবার শতরান শ্রেয়সের

পর পর দু’টি ম্যাচে শতরান শ্রেয়সের। ৬৭ বলে শতরান করলেন তিনি। নেদারল্যান্ডস ম্যাচের পর এ বার মুম্বইয়ের বিরুদ্ধেও শতরান।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:২৪ key status

আউট কোহলি

সাউদির বলে ফ্লিক করেছিলেন কোহলি। ক্যাচ নিলেন ডেভন কনওয়ে। নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারেরা এসে কোহলিকে অভিবাদন জানালেন। গোটা ওয়াংখেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানাল বিরাটকে। ১১৭ রানে ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:১৮ key status

কোহলির ক্যাচ পড়ল

মিড অনে কোহলির ক্যাচ ফেলে দিলেন গ্লেন ফিলিপস।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৭:১৪ key status

কোহলির নজির

বিশ্বকাপে বিশ্বরেকর্ড কোহলির। এক দিনের ক্রিকেটে সচিনের সবচেয়ে বেশি শতরানের রেকর্ড পেরিয়ে গেলেন কোহলি।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৩৮ key status

৩৫ ওভার

শুভমন উঠে গেলেও ভারতের কোনও সমস্যা হচ্ছে না। ক্রিজে জমে গিয়েছেন কোহলি এবং শ্রেয়স। ভারতের রান আড়াইশো পেরিয়ে গেল।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৬:০২ key status

কোহলির অর্ধশতরান

৫৯ বলে অর্ধশতরান করলেন কোহলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন