Women’s T20 World Cup 2024

রেকর্ড পুরস্কার মূল্য মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন হরমনপ্রীতেরা?

মহিলাদের ক্রিকেটকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য এক ধাক্কা দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১০
picture of Harmanpreet Kaur

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

মহিলাদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার মূল্য ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালের বিশ্বকাপের দ্বিগুণের বেশি পুরস্কার মূল্য দেওয়া হবে এ বার। মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার (প্রায় ৬৬ কোটি ৬৬ লাখ টাকা) পুরস্কার হিসাবে দেবে আইসিসি।

Advertisement

মহিলাদের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য এক লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল। চ্যাম্পিয়ন দল ২০২৩ সালের তুলনায় ১৩৪ শতাংশ বেশি অর্থ পাবে। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরস্কার মূল্য হিসাবে পেয়েছিল ১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা। এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা। রানার্স দলও এ বার ১৩৪ শতাংশ বেশি পুরস্কার মূল্য পাবে। এ বার ফাইনালের পরাজিতেরা পাবে ১.১৭ মিলিয়ন ডলার বা প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা।

শুধু দুই ফাইনালিস্ট দলের জন্য নয়, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব স্তরেই এ বার পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে আইসিসি। সেমিফাইনালে পরাজিত দু’দল আগের বারের তিনগুণ বেশি আর্থিক পুরস্কার পাবে। দু’দলকেই দেওয়া হবে ৬ লাখ ৭৫ হাজার ডলার বা প্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা দলগুলি পুরস্কার হিসাবে পাবে ২ লাখ ৭০ হাজার ডলার বা প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা করে। নবম এবং দশম স্থানে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা করে।

গ্রুপ পর্বের ম্যাচে জয়ের জন্য গত বারের থেকে এ বার ৭৮ শতাংশ বেশি টাকা পাবে দলগুলি। গত বার গ্রুপ ম্যাচে জয়ী দলগুলিকে দেওয়া হয়েছিল ১৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ১৪ লাখ ৬৬ হাজার টাকা। এ বার দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার বা প্রায় ২৬ লাখ টাকা।

এ ছাড়াও থাকছে আর্থিক পুরস্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯৪ লাখ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই এই অর্থ দেবে আইসিসি।

Advertisement
আরও পড়ুন