Shubman Gill

বিশ্বকাপের আগেই বাবরকে টপকে বিশ্বের সেরা ব্যাটার হতে পারেন শুভমন, কী ভাবে?

এশিয়া কাপে সর্বোচ্চ রান করেছেন। কিন্তু এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হিসাবে নিজের জায়গা ধরে রেখেছেন বাবর আজম। কী ভাবে তাঁকে টপকাতে পারেন শুভমন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৪
cricket

শুভমন গিল। ছবি: এএফপি

এশিয়া কাপে ভাল না খেলেও এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হিসাবে নিজের জায়গা ধরে রেখেছেন বাবর আজম। সেখানে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও শুভমন গিল রয়েছেন দু’নম্বরে। কিন্তু বিশ্বকাপের আগেই পাকিস্তানের অধিনায়ককে টপকে প্রথম স্থানে উঠে আসতে পারেন শুভমন।

Advertisement

এই মুহূর্তে ৮৫৭ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন বাবর। দুইয়ে উঠে এসেছেন শুভমন। তাঁর পয়েন্ট ৮১৪। তবে বিশ্বকাপের আগেই এক নম্বর হয়ে যেতে পারেন শুভমন। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। পাকিস্তান বিশ্বকাপের আগে আর একটিও ম্যাচ খেলছে না। ফলে কোনও ভাবেই বাবরের পয়েন্ট বাড়ানোর উপায় নেই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচেই খেলার কথা রয়েছে শুভমনের। তিনি সব মিলিয়ে ২০০ রান করতে পারলেই বাবরের পয়েন্ট টপকে যাবেন। পাকিস্তানের অধিনায়ক নেমে আসবেন দুইয়ে। বিশ্বকাপের আগে শুভমনের জায়গা হারানোর সম্ভাবনা নেই।

এশিয়া কাপে ৩০৩ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হন শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে শতরান করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে ভারতের সিনিয়র দলের অনেককে বিশ্রাম দেওয়া হলেও শুভমনকে দেওয়া হয়নি। তিনটি ম্যাচেই তাঁর খেলার কথা।

আরও পড়ুন
Advertisement