ICC Champions Trophy 2025

কোহলি ৫, রোহিত ৪! চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের ১৫ ক্রিকেটারের ঝুলিতে কতগুলি আইসিসি ট্রফি

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দলের ১৫ ক্রিকেটারের মধ্যে কেউ প্রথম বার কোনও আইসিসি প্রতিযোগিতা জিতেছেন। আবার কারও কাছে রয়েছে পাঁচটি আইসিসি ট্রফি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৫:৪৫
cricket

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। ছবি: পিটিআই।

১২ বছর পর এক দিনের ক্রিকেটে কোনও আইসিসি প্রতিযোগিতা জিতেছে ভারত। দুবাইয়ের মাঠে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দল। দলের ১৫ ক্রিকেটারের মধ্যে কেউ প্রথম বার কোনও আইসিসি প্রতিযোগিতা জিতেছেন। আবার কারও কাছে রয়েছে পাঁচটি আইসিসি ট্রফি। দলের ১৫ ক্রিকেটার সব মিলিয়ে মোট ৩২টি আইসিসি ট্রফি জিতেছেন। দেখে নেওয়া যাক, কার দখলে কতগুলি আইসিসি ট্রফি রয়েছে।

Advertisement

বিরাট কোহলি (৫)— সবচেয়ে বেশি ট্রফি রয়েছে কোহলির দখলে। একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, একটি এক দিনের বিশ্বকাপ, দু’টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তাঁর। কোহলিই একমাত্র ক্রিকেটার যাঁর সাদা বলের সব ক’টি আইসিসি ট্রফি রয়েছে।

রোহিত শর্মা (৪)— দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দু’টি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রোহিতের। এখনও এক দিনের বিশ্বকাপ জিততে পারেননি তিনি।

রবীন্দ্র জাডেজা (৪)— জাডেজার কাছেও চারটি ট্রফি রয়েছে। একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দু’টি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। রোহিতের মতো জাডেজার কাছেও এক দিনের বিশ্বকাপ নেই।

অর্শদীপ সিংহ (৩)— এই অল্প সময়েই তিনটি আইসিসি ট্রফি জিতেছেন অর্শদীপ। একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি।

শুভমন গিল (২)— একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ভারতের এই তরুণ ক্রিকেটার।

অক্ষর পটেল (২)— একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ভারতের এই অলরাউন্ডার।

হার্দিক পাণ্ড্য (২)— অক্ষরের মতো হার্দিকও কেরিয়ারে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

কুলদীপ যাদব (২)— একই ছবি কুলদীপের ক্ষেত্রেও। তিনিও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

ঋষভ পন্থ (২)— অক্ষর, হার্দিক ও কুলদীপের পাশাপাশি পন্থও কেরিয়ারে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

শ্রেয়স আয়ার (১)— চ্যাম্পিয়ন্স ট্রফিই শ্রেয়সের কেরিয়ারের প্রথম আইসিসি ট্রফি।

লোকেশ রাহুল (১)— ভারতের হয়ে দীর্ঘ দিন ক্রিকেট খেললেও এই প্রথম কোনও আইসিসি ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছেন রাহুল।

মহম্মদ শামি (১)— ভারতের হয়ে তিনটি এক দিনের বিশ্বকাপ ও দু’টি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফেলেছেন শামি। কিন্তু এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিই তাঁর প্রথম আইসিসি ট্রফি।

বরুণ চক্রবর্তী (১)— ভারতীয় দলে অল্প সময়ের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বরুণ। প্রথম আইসিসি ট্রফির স্বাদ পেয়েছেন তিনি।

হর্ষিত রানা (১)— এই তরুণ পেসারেও অল্প সময়ের মধ্যেই ভারতের হয়ে একটি আইসিসি ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছেন।

ওয়াশিংটন সুন্দর (১)— বরুণ ও হর্ষিতের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিই সুন্দরের কেরিয়ারের প্রথম আইসিসি ট্রফি।

Advertisement
আরও পড়ুন