WTC 2023-25

তিনে নেমে এলেও সুযোগ রয়েছে রোহিতদের, কী ভাবে টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারে ভারত

শেষ পাঁচটি টেস্টের চারটিতে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছেন রোহিতেরা। আর কোনও ম্যাচ হারলে ফাইনাল খেলার জন্য অন্য দলগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০০
picture of Rohit Sharma and Virat Kohli

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে হেরে টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে ভারত। টানা তিন বার ফাইনাল খেলার আশা অবশ্য শেষ হয়ে যায়নি রোহিত শর্মাদের। যদিও কাজটা বেশ কঠিন।

Advertisement

শেষ পাঁচটি টেস্টের চারটিতে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছেন রোহিতেরা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে ভারত। প্রথম দু’টি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জায়গা করে নিতে হলে প্রথম দু’দলের মধ্যে থাকতে হবে রোহিতদের। ভারতের হাতে রয়েছে আর তিনটি টেস্ট। সব ম্যাচই খেলতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে।

ফাইনাল খেলার স্বপ্ন সফল করতে হলে ভারতের আর কোনও ম্যাচ হারা চলবে না। বাকি তিনটি টেস্টের দু’টিতে জিততেই হবে রোহিতদের। একটি ড্র করলেও সুযোগ থাকবে। কিন্তু কোনও ম্যাচ হারলেই সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। তখন তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলের দিকে। তিনটি ম্যাচই জিততে পারলে রোহিতদের পয়েন্ট হবে ১৪৬। পয়েন্ট শতাংশ হবে ৬৪.০৫। তা হলে অস্ট্রেলিয়া আর টপকাতে পারবে না ভারতকে।

বর্ডার-গাওস্কর ট্রফি ৩-২ ব্যবধানে জিতলে ১৩৪ পয়েন্ট বা ৫৮.৭৭ পয়েন্ট শতাংশ হবে রোহিতদের। অন্য দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের দু’টি টেস্ট জিতলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ১২৬। পয়েন্ট শতাংশ হবে ৫৫.২৬। আবার ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে বাকি তিনটি ম্যাচই জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ হবে ৬৯.৪৪। সে ক্ষেত্রে টেস্ট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ছিটকে যাবে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্সদের বিরুদ্ধে রোহিতেরা ৩-১ ব্যবধানে জিতলে ভারতের পয়েন্ট হবে ১৩৮। পয়েন্ট শতাংশ হবে ৬০.৫২। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পয়েন্ট শতাংশ হতে পারে ৫৭। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় ২-২ ব্যবধানে শেষ হলে ভারতের সংগ্রহে থাকবে ১২৬ পয়েন্ট। রোহিতদের পয়েন্ট শতাংশ হবে ৫৭.০১। তা হলে কামিন্সেরা টপকে যাবেন। ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে ভারত। যদি না দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে বেশি পয়েন্ট নষ্ট করে।

Advertisement
আরও পড়ুন