হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।
ছ’বছর পর আবার ঘরোয়া ক্রিকেটে খেলবেন হার্দিক পাণ্ড্য। আইপিএলের নিলামের আগেই টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন তিনি। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বরোদার হয়ে খেলতে দেখা যাবে হার্দিককে। টেস্ট দলে তিনি দীর্ঘ দিনই সুযোগ পান না। ফলে অস্ট্রেলিয়া সফরে সিনিয়র ক্রিকেটারেরা ব্যস্ত থাকার সময় হার্দিক গা ঘামাবেন সাদা বলের ক্রিকেটে।
চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন হার্দিক। তবে নিজেকে ফিট রাখার লক্ষ্যে বসে থাকতে চান না। তাই সৈয়দ মুস্তাকে খেলা সিদ্ধান্ত নিয়েছেন। শেষ বার ২০১৬ সালে এই প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি। তার পরে ভারতের হয়ে নিয়মিত খেলার কারণে আর সুযোগ পাননি।
অন্য দিকে, ক্রুণাল রাজ্য দলের হয়ে লাল বলের ক্রিকেটে মরসুমের শুরু থেকেই খেলছেন। রঞ্জি ট্রফির প্রথম পর্বে তাঁর অধিনায়কত্বে পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছে বরোদা। মুম্বইকেও হারিয়েছে তারা। সাত ইনিংসে ৩৬৭ রান করেছেন ক্রুণাল। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান রয়েছে। লাল বলের ক্রিকেটে খেলার আগে কর্ণাটক রাজ্য সংস্থার হয়ে একটি প্রতিযোগিতায় নেমে ফাইনালে শতরান করে নিজের দলকে ট্রফি জিতিয়েছিলেন ক্রুণাল।
গত বার সৈয়দ মুস্তাকের ফাইনালে উঠেছিল বরোদা। হারে পঞ্জাবের কাছে। এ বার ট্রফি জয়ের জন্য তারকাখচিত দল গড়া হয়েছে।