বাবর-কোহলী সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত হরভজন। ফাইল ছবি।
সমালোচনায় জর্জরিত বিরাট কোহলীর পাশে দাঁড়িয়েছিলেন বাবর আজম। তারপর বাবরকে ধন্যবাদ জানিয়ে জবাব দিয়েছিলেন কোহলী। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারের হৃদ্যতার সম্পর্কের প্রশংসা করেছেন হরভজন সিংহ।
পাক অধিনায়ক নেটমাধ্যমে কোহলীর পাশে থাকার বার্তা দিয়েছেন। উৎসাহ দিয়েছেন। কোহলীও নেটমাধ্যমে বাবরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়েছেন। ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক রাজনৈতিক কারণে থমকে রয়েছে কয়েক বছর ধরে। দু’দেশের ক্রিকেটারদের ব্যক্তিগত সুসম্পর্কে অবশ্য ছাপ ফেলতে পারেনি রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা।
বাবর এবং কোহলীর সুসম্পর্ক দীর্ঘ দিনের। প্রতিবেশী দু’দেশের দুই অন্যতম সেরা ব্যাটারের পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখে মুগ্ধ হরভজন। প্রাক্তন অফ স্পিনার কোহলীর টুইটের রি-টুইট করে লিখেছেন, ‘এক জন চ্যাম্পিয়ন আরেক জনের পাশে দাঁড়াচ্ছে দেখে আমার দারুণ লাগছে।’
২০১৯ সালের শেষ থেকেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরানের মালিককে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচেও রান পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। তার পরেই কোহলীর পাশে দাঁড়ান বাবর। পাক অধিনায়ক টুইট করে লেখেন, ‘এই সময় পেরিয়ে যাবে। শক্ত থাকো বিরাট।’
So good to see this .. from one Champion to Another 🏏 well done @babarazam258 @imVkohli pic.twitter.com/94OuPJ3wvG
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 16, 2022
প্রথমে বাবরের টুইটের জবাব দেননি কোহলী। যা নিয়ে কোহলীকে কটাক্ষ করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। বাবরের টুইটের ৪০ ঘণ্টারও বেশি সময় পর উত্তর দেন কোহলী। ভারতের প্রাক্তন অধিনায়ক লেখেন, ‘ধন্যবাদ। তুমি আরও বড় হও, আরও ভাল খেলো। তোমাকে শুভেচ্ছা জানাই।’ বাবর-কোহলীর এই পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্যের সম্পর্কই মুগ্ধ করেছে ভাজ্জিকে।