Mohammed Siraj in IPL 2025

সিরাজের ৪ উইকেট, আইপিএলের এক নিয়মের বদলকে কৃতিত্ব দিলেন গুজরাতের পেসার

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ভাল বোলিংয়ের কৃতিত্ব আইপিএলের এক নিয়মের বদলকে দিয়েছেন গুজরাত টাইটান্সের পেসার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ২২:১৩
cricket

নজর কাড়লেন মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।

এ বারের আইপিএলের ভাল বল করছেন মহম্মদ সিরাজ। আগের ম্যাচে নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়েছেন সিরাজ। আইপিএলে নিজের সেরা বোলিং করেছেন তিনি। ভাল বোলিংয়ের কৃতিত্ব আইপিএলের এক নিয়মের বদলকে দিয়েছেন গুজরাত টাইটান্সের পেসার।

Advertisement

ম্যাচের বিরতিতে সিরাজকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর সাফল্যের রহস্য কী? জবাবে তিনি বলেন, “খেলা উপভোগ করছি। নিজের বোলিং ও ফিটনেসের উপর অনেক খেটেছি। তাই বেশ তরতাজা লাগছে। বলে থুতু লাগানো যাচ্ছে। তাই বলের সুইং ভাল হচ্ছে। ফলে এলবিডব্লিউ বা বোল্ড করতে সুবিধা হচ্ছে।”

কোভিডের সময় থেকে বলে থুতু লাগানো নিষিদ্ধ হয়ে গিয়েছিল। ফলে রিভার্স সুইংয়ে সমস্যা হত। এ বারের আইপিএলের আগে সেই নিয়ম বদলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোলারেরা বলে থুতু লাগাতে পারছেন। তাতে পেসারদের সুবিধা হচ্ছে বলেই জানিয়েছেন সিরাজ।

গুজরাতের হয়ে আইপিএলে খেললেও হায়দরাবাদের ছেলে সিরাজ। তাই এই মাঠকে হাতের তালুর মতো চেনেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন সিরাজ। তিনি বলেন, “উইকেট একটু মন্থর ছিল। সেটা কাজে লাগিয়েছি। ঠিক লেংথে বল করার চেষ্টা করছি। তবে আমার মনে হয় ওরা ১০ রান বেশি করেছে।”

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫২ রান করেছে হায়দরাবাদ। আইপিএলের নিরিখে এই রান যথেষ্ট কম। খুব অঘটন না ঘটলে গুজরাতের এই ম্যাচ জেতা উচিত। আর তেমনটা হলে আরও এক বার ম্যাচের সেরার পুরস্কার নিশ্চিত সিরাজের।

Advertisement
আরও পড়ুন