Chennai Rail track

ট্রেন লাইনচ্যুত করার ছক? নাটবল্টু উধাও রেললাইন থেকে, চেন্নাইয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

শুক্রবার দুপুর সওয়া ১টা নাগাদ রেলের এক কর্মী হঠাৎই দেখতে পান লাইন থেকে নাটবল্টু উধাও। ওই লাইন ধরেই তখন পর পর বেশ কয়েকটি ট্রেন যাওয়ার কথা ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:১৯
রেললাইন থেকে খুলে নেওয়া হয়েছে নাটবল্টু। ছবি: সংগৃহীত।

রেললাইন থেকে খুলে নেওয়া হয়েছে নাটবল্টু। ছবি: সংগৃহীত।

রেললাইন থেকে নাটবল্টু উধাও! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। শুক্রবার সকালে চেন্নাইয়ে এক স্টেশনের কাছে এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের আধিকারিকেরা। দেখা গিয়েছে, লাইন বদলের সংযোগস্থল থেকে দু‘টি নাটবল্টু খুলে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে তিরুভালঙ্গারু রেলস্টেশনের কাছে।

Advertisement

রেল সূত্রে খবর, এই স্টেশনটি রয়েছেন উত্তর তামিলনাড়ুর চেন্নাই-আরাক্কোনাম-বেঙ্গালুরু রেলপথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রেলপথ এটি। শুক্রবার দুপুর সওয়া ১টা নাগাদ রেলের এক কর্মী হঠাৎই দেখতে পান লাইন থেকে নাটবল্টু উধাও। ওই লাইন ধরেই তখন পর পর বেশ কয়েকটি ট্রেন যাওয়ার কথা ছিল। আর এক মুহূর্ত দেরি না করে রেলের ওই কর্মী তিরুভালঙ্গারু স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে খবর দেওয়া হয় রেলের শীর্ষ আধিকারিকদের। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন তাঁরা।

এই ঘটনার জেরে ব্যস্ত ওই রেলপথের আপ লাইন সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। বেশ কিছু ক্ষণ পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে কেউ এটি খুলে রেখেছে। ট্রেন লাইনচ্যুত করানোর ছক হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে সময়মতো বিষয়টি নজরে আসায় অনেক বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কী ভাবে এটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন