Kagiso Rabada

কোহলিদের হারিয়েও ধাক্কা খেল গুজরাত, আইপিএলের মাঝেই বাড়ি ফিরে গেলেন জোরে বোলার

বুধবার বেঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে গুজরাত। তার পরেই ধাক্কা খেল শুভমন গিলের দল। বাড়ি ফিরে গেলেন পেসার। কবে তিনি ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:৫৩
cricket

গুজরাত টাইটান্সের ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

বুধবার বেঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে গুজরাত। তার পরেই ধাক্কা খেল শুভমন গিলের দল। বাড়ি ফিরে গেলেন পেসার কাগিসো রাবাডা। কবে তিনি ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না। গুজরাত দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ফলে রাবাডার অনুপস্থিতিতে ভবিষ্যতে বিপদে পড়তে পারে গুজরাত।

Advertisement

গুজরাত একটি বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছেন রাবাডা। কী সেই ব্যক্তিগত কারণ তা এখনও প্রকাশ্যে আসেনি। গত শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন রাবাডা। বেঙ্গালুরু ম্যাচের দলে ছিলেন না। তখনই শুভমন জানিয়েছিলেন রাবাডার অনুপস্থিতির খবর।

গুজরাতের হাতে বিকল্পের অভাব নেই। রাবাডার জায়গায় আর এক প্রোটিয়া বোলার জেরাল্ড কোয়েৎজ়িকে নিতে পারে তারা। এ ছাড়া আফগানিস্তানের করিম জনত রয়েছেন। মিডল অর্ডারে ব্যাটও করে দিতে পারেন জনত। তবে রাবাডার অভিজ্ঞতা এই দু’জনের থেকেই বেশি।

২০১৮ সাল থেকে আইপিএলে খেলেছেন রাবাডা। ৮২টি ম্যাচে ১১৯টি উইকেট নিয়েছেন। অতীতে পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন রাবাডা। ২০২০ সালে একটি মরসুমে ৩০টি উইকেট নিয়েছিলেন।

পঞ্জাবের বিরুদ্ধে হেরে আইপিএল শুরু করেছিল গুজরাত। তবে মুম্বই এবং বেঙ্গালুরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। এর পর তারা খেলতে নামবে হায়দরাবাদের বিরুদ্ধে। আগামী ৬ এপ্রিলের ম্যাচে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ শুভমনের দলের সামনে।

এ দিকে, বেঙ্গালুরুকে হারিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন শুভমন। সেখানে দলের ক্রিকেটারদের উল্লাসের একটি ছবি দেন তিনি। ক্যাপশনে লেখেন, “খেলায় নজর, গ্যালারির শব্দে নয়।” কারও নাম করেননি শুভমন। কিন্তু কেন এই ম্যাচ জিতেই এই পোস্ট তিনি করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গুজরাত এর আগে মুম্বই ইন্ডিয়ান্সকেও হারিয়েছে। সেই ম্যাচের পর তো এমন কিছু লেখেননি তিনি। সেই কারণেই জল্পনা শুরু হয়েছে।

চিন্নাস্বামীতে এমনিতেই বেঙ্গালুরুর সমর্থক ছাড়া বাকিদের দেখা যায় না। দল ভাল খেলুক বা খারাপ, সমর্থনের অভাব হয় না কোহলিদের। এক শব্দব্রহ্ম তৈরি হয়। সেখানে প্রতিপক্ষ দলের খেলা আরও কঠিন হয়। কিন্তু তাঁরা সেই শব্দকে চুপ করিয়ে দিয়েছেন। সেই কারণেই কি এমন কথা বললেন তিনি?

Advertisement
আরও পড়ুন