BGT 2024-25

কোহলি শতরান করতেই দৌড় গম্ভীরের! সাজঘরের বাইরে কী করলেন ভারতের কোচ

দীর্ঘ অপেক্ষার পর শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। রবিবার পার্‌থে শতরানের পর সাজঘরের দিকে যাওয়ার সময় তাঁর দিকে দৌড়ে যান গৌতম গম্ভীর। কী করলেন ভারতের কোচ?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৯
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

খারাপ সময়ে বার বার বিরাট কোহলির ঢাল হয়ে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর। প্রতিটি সিরিজ় শুরু হওয়ার আগে কোহলির রানের খিদের প্রশংসা করেছেন। দীর্ঘ দিন পর সেই কোহলি রানে ফিরেছেন। পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন তিনি। রবিবার শতরানের পর সাজঘরের দিকে যাওয়ার সময় কোহলির দিকে দৌড়ে যান গৌতম গম্ভীর। কী করলেন ভারতের কোচ?

Advertisement

পার্‌থে কোহলির শতরানের পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরা। ডাগআউটে তখন দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজরা কোহলির পিঠ চাপড়ে দেন। হাসিমুখে মাঠ ছাড়তে দেখা যায় কোহলিকে।

ইনিংস শেষে কোহলি যখন সাজঘরের দিকে যাচ্ছেন তখন দেখা যায় গম্ভীর তাঁর দিকে দৌড়ে যাচ্ছেন। কোহলিকে জড়িয়ে ধরেন ভারতের কোচ। কানে কানে কিছু একটা বলেন। নিশ্চয় কোহলির ইনিংসের প্রশংসা করেন তিনি। তার পরে কোহলির পিঠ চাপড়ে দেন গম্ভীর। এই দৃশ্য দেখে পরিষ্কার, কোহলির শতরানে কতটা আনন্দ পেয়েছেন তিনি।

কয়েক বছর আগে ছবিটা অন্য রকম ছিল। আইপিএলে বার বার বিবাদে জড়াতেন তাঁরা। কিন্তু গত বছর কেকেআরের মেন্টর হওয়ার পর কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক ভাল হয়। ভারতের কোচ হওয়ার পর সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। বার বার কোহলির হয়ে মুখ খুলেছেন গম্ভীর। জানিয়েছেন, কোহলির রান পাওয়া সময়ের অপেক্ষা। সেই কোহলি যখন শতরান করেছেন তখন আর থাকতে পারেননি গম্ভীর। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছেন তাঁকে।

Advertisement
আরও পড়ুন