উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে উল্লাস মহম্মদ সিরাজের। ছবি: পিটিআই।
ভারতের বিরুদ্ধে একাই লড়ছেন ট্রেভিস হেড। অর্ধশতরান করে খেলছেন তিনি।
এক দিক ধরে রেখেছিলেন স্মিথ। তাঁকে ফেরালেন সিরাজ। ১৭ রানে আউট হলেন তিনি। ৭৯ রানে পঞ্চম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
চতুর্থ দিন প্রথম এক ঘণ্টা ব্যাট করার পর ৫০ রান পার করেছে অস্ট্রেলিয়া। ক্রিজ়ে রয়েছেন স্মিথ ও হেড। তাঁদের আউট করার সব চেষ্টা করছে ভারত।
ভারতের বিরুদ্ধে জুটি বাঁধার চেষ্টা করছেন স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড। ধীরে ধীরে দলের রান টেনে নিয়ে যাচ্ছেন তাঁরা।
অস্ট্রেলিয়ার এখনও ৫০০-র বেশি রান দরকার। কিন্তু কোনও ভাবেই তাদের রান করতে দিচ্ছেন না ভারতের পেসারেরা। বুমরা, সিরাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আটকে অস্ট্রেলিয়া।
দিনের দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিলেন সিরাজ। তাঁর বলে পুল মারতে গিয়ে ৪ রানের মাথায় আউট হলেন উসমান খোয়াজা। ১৪ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ল।
পার্থে শুরু চতুর্থ দিনের খেলা। ভাল জায়গায় রয়েছে ভারত। এই টেস্ট জিততে ভারতের চাই আর ৭ উইকেট। অস্ট্রেলিয়াকে জিততে হলে আরও ৫২২ রান করতে হবে। কঠিন লড়াই তাদের সামনে।