BGT 2024-25

পার্‌থে রেকর্ড জয় ভারতের, কোন পথে অস্ট্রেলিয়াকে হারালেন বুমরারা

তৃতীয় দিন দাপট দেখিয়েছে ভারত। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানে ভর করে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পড়ে চাপে অস্ট্রেলিয়া। কঠিন লড়াই তাদের সামনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৩:২২
উইকেট নেওয়ার পর উল্লাস যশপ্রীত বুমরার।

উইকেট নেওয়ার পর উল্লাস যশপ্রীত বুমরার। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৩:২২ key status

জিতল ভারত

২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত।

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১২:৩৩ key status

আউট মিচেল স্টার্ক

ওয়াশিংটন সুন্দরের বলে ১২ রানে আউট স্টার্ক।

Advertisement
timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১১:৪৬ key status

আউট মার্শ

৪৭ রান করে নীতীশ রেড্ডির বলে আউট মিচেল মার্শ। 

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১১:১৫ key status

হেডকে আউট করলেন বুমরা

সেই বুমরাই জুটি ভাঙলেন। তাঁর বলে ৮৯ রানের মাথায় আউট হলেন হেড। ১৬১ রানে ষষ্ঠ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ভারতের জিততে দরকার আর ৪ উইকেট।

Advertisement
timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১১:০২ key status

১৫০ পার অস্ট্রেলিয়ার

হেড ও মার্শের ব্যাটে ১৫০ রান পার হল অস্ট্রেলিয়ার। ধীরে ধীরে শতরানের দিকে এগোচ্ছেন হেড। 

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১০:৪৪ key status

১০০ পার অস্ট্রেলিয়ার

১০০ রান পার করেছে অস্ট্রেলিয়া। কিন্তু এখনও লক্ষ্য থেকে অনেক দূরে তারা।

Advertisement
timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৫ key status

হেডের অর্ধশতরান

ভারতের বিরুদ্ধে একাই লড়ছেন ট্রেভিস হেড। অর্ধশতরান করে খেলছেন তিনি। 

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৯:২৭ key status

স্মিথকে আউট করলেন সিরাজ

এক দিক ধরে রেখেছিলেন স্মিথ। তাঁকে ফেরালেন সিরাজ। ১৭ রানে আউট হলেন তিনি। ৭৯ রানে পঞ্চম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৯:০২ key status

অস্ট্রেলিয়ার রান ৫০ পার

চতুর্থ দিন প্রথম এক ঘণ্টা ব্যাট করার পর ৫০ রান পার করেছে অস্ট্রেলিয়া। ক্রিজ়ে রয়েছেন স্মিথ ও হেড। তাঁদের আউট করার সব চেষ্টা করছে ভারত। 

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৮:৩৮ key status

জুটি বাঁধার চেষ্টা স্মিথ-হেডের

ভারতের বিরুদ্ধে জুটি বাঁধার চেষ্টা করছেন স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড। ধীরে ধীরে দলের রান টেনে নিয়ে যাচ্ছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৮:১৪ key status

ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত বোলিং

অস্ট্রেলিয়ার এখনও ৫০০-র বেশি রান দরকার। কিন্তু কোনও ভাবেই তাদের রান করতে দিচ্ছেন না ভারতের পেসারেরা। বুমরা, সিরাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আটকে অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৮:০৬ key status

দ্বিতীয় ওভারেই ধাক্কা মহম্মদ সিরাজের

দিনের দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিলেন সিরাজ। তাঁর বলে পুল মারতে গিয়ে ৪ রানের মাথায় আউট হলেন উসমান খোয়াজা। ১৪ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৮:২০ key status

শুরু চতুর্থ দিনের খেলা

পার্‌থে শুরু চতুর্থ দিনের খেলা। ভাল জায়গায় রয়েছে ভারত। এই টেস্ট জিততে ভারতের চাই আর ৭ উইকেট। অস্ট্রেলিয়াকে জিততে হলে আরও ৫২২ রান করতে হবে। কঠিন লড়াই তাদের সামনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন