Virat Kohli

৪ নজির: এ বারের আইপিএলে যা গড়তে পারেন বিরাট কোহলি

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। প্রথম দিনই খেলতে নামবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ব্যক্তিগত ভাবে কোহলির সামনে আগামী আইপিএলে একাধিক নজির গড়ার হাতছানি রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:৪০
cricket

আরসিবি-র অনুশীলনে বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। প্রথম দিনই খেলতে নামবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম আইপিএল ট্রফি জেতার লড়াই শুরু হয়ে যাবে সে দিন থেকেই। তবে ব্যক্তিগত ভাবে কোহলির সামনে আগামী আইপিএলে একাধিক নজির গড়ার হাতছানি রয়েছে।

Advertisement

আইপিএলে একটিও ট্রফি জেতেননি। তবে পরিসংখ্যানের নিরিখে কোহলিকেই সফলতম ক্রিকেটার হিসাবে মনে করেন অনেকে। প্রতি মরসুমে ঝুরি ঝুরি রান করার পাশাপাশি ফিল্ডিংয়েও ছাপ ফেলেন তিনি। আগামী আইপিএলে কোন কোন কীর্তি স্থাপন করতে পারেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক?

১) আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরান করতে পারেন কোহলি। শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর ৬৬টি অর্ধশতরান রয়েছে। কোহলির আর তিনটি অর্ধশতরান দরকার ওয়ার্নারের রেকর্ড ভাঙতে।

২) ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়তে পারেন কোহলি। এখনও পর্যন্ত এই নজির রয়েছে এবি ডিভিলিয়ার্সের (১১৮)। কোহলির ১১৪টি। অর্থাৎ আর পাঁচটি ক্যাচ চাই নজির গড়তে। গত মরসুমে আটটি ক্যাচ ধরেছিলেন কোহলি।

৩) আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০টি বাউন্ডারি মারার নজির গড়তে পারেন কোহলি। এখন তাঁর ৯৭৭টি বাউন্ডারি রয়েছে। এর মধ্যে ৭০৫টি চার এবং ২৭২টি ছয় রয়েছে। অর্থাৎ কোহলির আর ২৩টি বাউন্ডারি দরকার।

৪) একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৩ হাজার রান করার হাতছানি কোহলির সামনে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলির সামনে এখন আইপিএলই ভরসা। আগামী মরসুমে ২৯৩ রান করলেই এই কীর্তি স্থাপন করবেন কোহলি।

Advertisement
আরও পড়ুন