Ramiz Raja

বর্তমান অধিনায়ক বাবরকে বিয়ে করতে চান রামিজ! প্রাক্তন পাক অধিনায়কের মন্তব্যে শোরগোল

সোমবার লঙ্কা প্রিমিয়ার লিগে শতরান করেন বাবর আজম। ধারাভাষ্য দিচ্ছিলেন রামিজ রাজা। সে সময় বাবরের প্রশংসা করছিলেন তিনি। তখনই পাক অধিনায়ককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৭:২৮
Picture of Babar Azam And Ramiz Raja

বাবর আজ়ম এবং রামিজ় রাজা। ছবি: টুইটার।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মকে বিয়ের প্রস্তাব লঙ্কা প্রিমিয়ার লিগে। শ্রীলঙ্কার কোনও তরুণী নন। বাবরকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজ়া। সোমবার বাবর শতরান করার পর তাঁর প্রশংসা করতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন রামিজ।

Advertisement

লঙ্কা প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ। সোমবার কলম্বো স্ট্রাইকার্সের হয়ে বাবর গল টাইটান্সের বিরুদ্ধে ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। বাবরের এই ইনিংস দেখে উচ্ছ্বসিত রামিজ পাক অধিনায়কের সম্পর্কে নানা রকম বিশেষণ ব্যবহার করেন। রামিজ একটু থামতে পাশে থাকা অন্য এক ধারাভাষ্যকার তাঁকে বলেন, ‘‘তোমার আরও কিছু বিশেষণ যোগ করা উচিত।’’ এর পরেই রামিজ বলে ওঠেন, ‘‘আমি ওকে শুধু ভালবাসি। ওকে বিয়ে করতে চাই।’’

পিসিবির প্রাক্তন চেয়ারম্যানের মুখে এই কথা শুনে হেসে ওঠেন সহ-ধারাভাষ্যকারেরা। সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে রামিজের ধারাভাষ্যের এই অংশ। রামিজ বরাবরই বাবরের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। পিসিবি সভাপতি থাকার সময়ও অনেক বার বাবরের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ধারাভাষ্যকার হিসাবেও সব সময়ই বাবরের পাশে থাকতে দেখা গিয়েছে প্রাক্তন পাক অধিনায়ককে।

সোমবারের ম্যাচে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০টি শতরান করার নজির গড়েছেন বাবর। এ বারই প্রথম লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। প্রতিযোগিতার চতুর্থ ম্যাচেই গড়েছেন কীর্তি।

Advertisement
আরও পড়ুন