shubman gill

Shubman Gill: শুভমন অলস! তাই ও ভাবে আউট হয়েছে, খোঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুভমন গিলের আউটের ধরন নিয়ে খোঁচা মেরেছেন সলমন বাট। শুভমনকে অলস বলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৫:৪৮
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আউট হয়ে হতাশ শুভমন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আউট হয়ে হতাশ শুভমন ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্র‌থম এক দিনের ম্যাচে একটা সময় দেখে মনে হচ্ছিল শতরান করবেন শুভমন গিল। কিন্তু ৬৪ রানের মাথায় রানআউট হন তিনি। শতরান না পাওয়ায় অনেকেই তাঁর ভাগ্যকে দুষেছেন। কিন্তু সে পথে হাঁটতে নারাজ সলমন বাট। ভাগ্য নয়, শুভমনকেই দোষারোপ করেছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, শুভমন অলস। তাই ও ভাবে আউট হয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভমনের আউট নিয়ে মুখ খোলেন সলমন। তিনি বলেন, ‘‘যে ভাবে শুভমন আউট হয়েছে তার জন্য ওর ভাগ্যকে দোষ দেওয়া উচিত নয়। নিজের দোষে আউট হয়েছে ও। শুভমন অলস। রানের জন্য অনেক সময় ছিল। ওর আরও জোরে দৌড়ানো উচিত ছিল। কিন্তু ও এমন ভাবে দৌড়াল যেন ফিল্ডার বল উইকেটে ছুড়তেই পারবে না।’’

Advertisement

ভবিষ্যতে আবার এই ধরনের ভুল করলে শুভমনের কেরিয়ার প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা সলমনের। তিনি বলেন, ‘‘এ ভাবে বার বার আউট হলে একজন ব্যাটারের উপর তার খারাপ প্রভাব পড়তে পারে। এখন ভারতীয় দলে জায়গার জন্য যা প্রতিযোগিতা তাতে প্রতিটা সুযোগ কাজে লাগাতে হবে। নইলে দলে জায়গা হবে না।’’

শুভমনের আউট হওয়ার ধরনের সমালোচনা করলেও তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সলমন। তিনি বলেন, ‘‘শুভমন খুব ভাল ব্যাট করছিল। দেখে মনে হচ্ছিল, শট খেলার জন্য ওর হাতে অনেক সময় আছে। এ রকম ক্রিকেটার খুব একটা আসে না। ওকে এই খেলা ধরে রাখতে হবে।’’

আরও পড়ুন
Advertisement