Kolkata Knight Riders

এক বছরের মধ্যেই নেতৃত্ব গেল নীতীশের, দায়িত্ব কেড়ে নিয়ে রানাকে কী বলল কেকেআর

গত মরসুমে শ্রেয়স খেলতে না পারায় দায়িত্ব দেওয়া হয়েছিল নীতীশ রানাকে। এই মরসুমে আবার নীতীশকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল শ্রেয়সকে। সহ-অধিনায়ক হিসাবে নীতীশের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭
Nitish Rana

নীতীশ রানা। —ফাইল চিত্র।

শ্রেয়স আয়ারকে আবার অধিনায়ক করল কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে তিনি খেলতে না পারায় দায়িত্ব দেওয়া হয়েছিল নীতীশ রানাকে। এই মরসুমে আবার নীতীশকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল শ্রেয়সকে। সহ-অধিনায়ক হিসাবে নীতীশের নাম ঘোষণা করা হয়েছে। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন যে, নীতীশ খুশি শ্রেয়স অধিনায়ক হওয়ায়।

Advertisement

গত মরসুমে শ্রেয়সের চোট থাকায় তিনি আইপিএল খেলতে পারেননি। তাঁর জায়গায় অধিনায়ক হিসাবে নীতীশ নিজের দায়িত্ব দারুণ ভাবে পালন করেছিলেন বলে জানিয়েছেন বেঙ্কি। নীতীশের প্রশংসা করে তিনি বলেন, “শ্রেয়সকে অধিনায়ক করায় সম্মতি জানিয়েছে নীতীশ। গত বার তাঁকে হঠাৎ করে দলের দায়িত্ব নিতে হয়েছিল। সেটা মোটেই সহজ কাজ ছিল না। নীতীশ নিজের দায়িত্ব খুব ভাল ভাবে সামলেছে। তাই এই মরসুমে নীতীশই দলের সহ-অধিনায়ক। ও সব সময় শ্রেয়সকে সাহায্য করতে পারবে।’’

দিল্লি ক্যাপিটালস শ্রেয়সকে ছেড়ে দেওয়ার পর তাঁকে নিলামে কিনেছিল কেকেআর। অধিনায়কও করেছিল। কিন্তু চোট থাকায় শ্রেয়স খেলতে পারেননি। তাঁর জায়গায় নেতৃত্ব দেন নীতীশ। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং নীতীশ মিলে গত বার দলকে প্লে অফে তুলতে পারেননি। সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। এ বার শ্রেয়স ফিরে আসায় কলকাতা আরও বেশি শক্তিশালী। সেই সঙ্গে রয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল। সেই দু’বারই দলের অধিনায়ক ছিলেন গম্ভীর।

Advertisement
আরও পড়ুন