কলকাতা নাইট রাইডার্সের দল। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন জোরে বোলার অঙ্কিত রাজপুত। ৩১ বছরের ক্রিকেটার অবশ্য ক্রিকেট থেকে দূরে থাকার কথা ভাবছেন না। তাঁর লক্ষ্য বিদেশির টি-টোয়েন্টি লিগ।
২০১৬ এবং ২০১৭ সালে দু’বছর কেকেআরের হয়ে আইপিএল খেলেছিলেন অঙ্কিত। চেন্নাই সুপার কিংস, পঞ্জাব লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের হয়েও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। উত্তরপ্রদেশের হয়ে ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪৮টি উইকেট রয়েছে অঙ্কিতের। জাতীয় দলের হয়ে অবশ্য কখনও খেলার সুযোগ পাননি তিনি। ৩১ বছরের অঙ্কিত মনে করেন না আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ আছে তাঁর। ২০২০ সালের পর আইপিএলে খেলেননি। তাই রঞ্জি মরসুম শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ১৪টি উইকেট নিয়েছেন।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে সমাজমাধ্যমে অঙ্কিত বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলাম। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অনেক সুখস্মৃতি রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ছাড়াও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, কিংস ইলেভেন পঞ্জাব, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ আমাকে যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাতে চাই আণার সব সতীর্থ এবং কোচদের। বিশেষ করে বলতে চাই আমার ছোটবেলার কোচ শশী স্যর এবং ফিজিয়ো সিফ নকভির কথা বলতে চাই। তাঁদের সাহায্য ছাড়া এতটা পথ আসতে পারতাম না।’’ লেখার সঙ্গে কেকেআরের হয়ে খেলার একটি ছবিও ভাগ করে নিয়েছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার।
২০১৬ সালে ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে অঙ্কিতকে কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। সে বারের নিলামে ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম দামি ক্রিকেটার ছিলেন অঙ্কিত।