ডব্লিউভি রমন। —ফাইল চিত্র।
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ডব্লিউভি রমন। বাংলার প্রাক্তন ব্যাটিং পরামর্শদাতা সেই অভিজ্ঞতার কথাই শোনালেন। এখন অবশ্য আগের থেকে অনেকটাই সুস্থ আছেন তিনি। কিন্তু গত মঙ্গলবার তাঁর মৃত্যুও হতে পারত বলে জানিয়েছেন রমন।
ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেলতেন রমন। খেলা ছাড়ার পর কোচিং এবং ধারাভাষ্য নিয়ে ব্যস্ত। ২০১৮ সালে তাঁকে ভারতের মহিলা দলের কোচ করেছিল বোর্ড। রমন সমাজমাধ্যমে লিখেছেন, “গত মঙ্গলবার আমার ভাইরাল সংক্রমণ হয়েছিল। আমার পরিচিত চিকিৎসকের পরামর্শ নিই। তিনি কিছু ওষুধ খেতে বলেন। ঘণ্টাখানেক পর খাবার খেয়ে সেই ওষুধগুলো খাই। কিন্তু সেই সব খাওয়ার দু’ঘণ্টা পর থেকে লক্ষ্য করি আমার শরীর জুড়ে গোটা গোটা কী সব বার হচ্ছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিই। অ্যালার্জির কারণে শরীরে অস্বস্তি হচ্ছিল। মুখে রক্তের স্বাদ পাচ্ছিলাম। যে কারণে তড়িঘড়ি হাসপাতালে যাই।”
ভারতের হয়ে টেস্ট এবং এক দিনের ক্রিকেট মিলিয়ে ৩৮টি ম্যাচ খেলেছিলেন রমন। ১০০০-এর উপর রান রয়েছে তাঁর দেশের জার্সিতে। তিনি লেখেন, “বাড়ি থেকে হাসপাতাল ৩ কিমি দূরে। গাড়ি করে যাওয়ার সময় বুকে ব্যথা শুরু হয়ে যায়। হাসপাতালে পৌঁছতেই আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এখন ঠিক আছি। চিকিৎসককে বলি যে, ওষুধ খেলেও আমার শরীর খারাপ হচ্ছিল। ৪৫-৬০ সেকেন্ডের জন্য মনে হল মৃত্যুকে দেখতে পাচ্ছি। সব কালো হয়ে গিয়েছিল। কয়েক মিনিটের জন্য জ্ঞান ছিল না। অ্যালার্জির জন্যই হয়েছিল।”
অ্যালার্জির কারণেই রমনের এমন অবস্থা হয়েছিল। যদিও কী থেকে তাঁর অ্যালার্জি হয়েছিল সেটা তিনি বলেননি। রমন সকলকে উপদেশ দিয়েছেন কখনও তাঁর মতো পরিস্থিতি তৈরি হলে সেটাকে অবহেলা না করতে। সেই সঙ্গে পরিবার, বন্ধু এবং চিকিৎসককে কোন কোন জিনিসে অ্যালার্জি রয়েছে সেটাও জানিয়ে রাখার কথা বলেছেন তিনি।