বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।
বিনোদ কাম্বলির মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে। স্মৃতিশক্তি ক্ষয় হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের। এমনটাই দাবি চিকিৎসক বিবেক দ্বিবেদীর। ঠাণের হাসপাতালের ওই চিকিৎসক যদিও জানিয়েছেন, কাম্বলির শারীরিক অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে।
কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয় কাম্বলিকে। মূত্রনালিতে সংক্রমণ ছিল তাঁর। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছিল বলেও জানা গিয়েছিল। বিবেক বলেন, “কাম্বলিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর শরীরে পুষ্টির অভাব ছিল। আগামী দিনে তাঁর পুষ্টি প্রয়োজন, সেই সঙ্গে দরকার ফিজিয়োথেরাপি। এই দু’টি দিকে নজর রাখা হচ্ছে। তাঁর স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে। কাম্বলির মস্তিকে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ না হলেও ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন তিনি।”
কাম্বলির এমআরআই করার কথা ছিল। কিন্তু তাঁর জ্বর হওয়ায় সেটা সম্ভব হয়নি। এমআরআই করা হলে বোঝা যাবে মস্তিষ্কে আরও কোথাও রক্ত জমাট বেঁধেছে কি না। বিবেক বলেন, “মস্তিকে রক্ত জমাট বেঁধেছিল। ওষুধ দিয়েই সেই সমস্যা দূর করা যাবে। কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ভাল ভাবে রিহ্যাব করাতে হবে। ফিজিয়োথেরাপি এবং পুষ্টির প্রয়োজন। তা হলেই ঠিক হয়ে যাবেন।”
ভারতীয় দলের হয়ে খেলা কাম্বলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান নিজের দোষেই। তাঁর জীবনযাপনের কারণেই বাদ পড়তে হয়েছিল দল থেকে। মদ্যপান তাঁর জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছিল। সেই কাম্বলি বড়দিনের আগে সমর্থকদের মদ খেতে বারণ করেছিলেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, “সামনেই বড়দিন, নিউ ইয়ার। জীবনটা উপভোগ করো। কিন্তু সব ভুলে গিয়ে নয়। কিছুটা বাঁচিয়ে রেখো। মজা করতে গিয়ে সব ভুলে যেয়ো না। মাতাল হয়ে যেয়ো না। কারণ মা-বাবা সেটা পছন্দ করবে না।”