BGT 2024-25

অস্ট্রেলিয়ার লায়নকে প্রকাশ্যে ‘টাকলু’ বলে সম্বোধন ধারাভাষ্যকারের, ভাষা হারালেন গিলক্রিস্ট

ধারাভাষ্য দেওয়ার সময় প্রায়শই মাঠে থাকা ক্রিকেটারদের নিয়ে মজা করে থাকেন ধারাভাষ্যকারেরা। সে ভাবেই নেথান লায়নের পিছনে লাগলেন কেরি ও’কিফ। প্রাক্তন ক্রিকেটার লায়নকে ‘টাকলু’ বলে সম্বোধন করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২০:১২
cricket

নেথান লায়ন। ছবি: পিটিআই।

ধারাভাষ্য দেওয়ার সময় প্রায়শই মাঠে থাকা ক্রিকেটারদের নিয়ে মজা করে থাকেন ধারাভাষ্যকারেরা। প্রশংসা যেমন করেন, তেমনই ভুল হলে সমালোচনা করতেও ছাড়েন না। সে ভাবেই নেথান লায়নের পিছনে লাগলেন কেরি ও’কিফ। প্রাক্তন ক্রিকেটার লায়নকে ‘টাকলু’ বলে সম্বোধন করেছেন। তা শুনে ভাষা হারান অ্যাডাম গিলক্রিস্ট।

Advertisement

মেলবোর্নে ভারতের প্রথম ইনিংস চলাকালীন ব্যাট করছিলেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। ৭৯তম ওভারটি করেন লায়ন। তার পর ফিল্ডিংয়ে ফিরে যাচ্ছিলেন। সে সময়েই ও’কিফ মন্তব্যটি করেন। সঙ্গে সঙ্গেই ওই শব্দ ব্যবহারের কারণও জানান তিনি।

ও’কিফ বলেন, “হিন্দিতে লায়নকে লোকে টাকলু বলে। এক বার একটা ক্রিকেট অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করেছিলাম সমাজমাধ্যমে। সেখানে লোকে প্রশ্ন তুলেছিল, ‘টাকলু কে’? আমি ভেবেছিলাম কেউ হয়তো আমার সম্পর্কে খারাপ কোনও কথা বলেছে। পরে ইন্টারনেটে শব্দের অর্থ খুঁজতে গিয়ে জানতে পারি, হিন্দিতে নেড়া মাথার লোককে টাকলু বলা হয়। তাই জন্যই লায়ন একজন টাকলু।” ও’কিফের কথা শুনে হাসি চাপতে পারেননি গিলক্রিস্ট। তিনিও ধারাভাষ্য দেওয়ার মাঝেই হাসতে থাকেন।

নীতীশের সেই ইনিংস ভারতকে প্রথম ইনিংসে ফলো-অন এড়াতে সাহায্য করেছিল। তবে ম্যাচ জিততে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৮৪ রানে হারতে হয়েছে।

Advertisement
আরও পড়ুন