Moeen Ali

ভক্তের ওষুধে সুস্থ, মইন খুঁজছেন উপকারীকে

মইন সেই ভক্তের খোঁজ করে চলেছেন। সাংবাদিক বৈঠকে মইন বলেন, ‘‘সেই ভক্তকে আমি খুঁজে পাচ্ছি না। আশা করি, এই বক্তব্য তিনি শুনছেন। আমি তাঁকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ০৭:০৪
An image of Moeen Ali

মইন আলি। —ফাইল চিত্র।

ভক্তের এক ওষুধের ফলে মইন আলির আঙুলের চোট সেরে গিয়েছিল। সেই ওষুধে ছিল মধু। মইন সেই ভক্তের খোঁজ করে চলেছেন। সাংবাদিক বৈঠকে মইন বলেন, ‘‘সেই ভক্তকে আমি খুঁজে পাচ্ছি না। আশা করি, এই বক্তব্য তিনি শুনছেন। আমি তাঁকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’’

এ দিকে অলি রবিনসনের পরিবর্তে ইংল্যান্ড দলে ফেরানো হল জেমস অ্যান্ডারসনকে। মইন আলি বলেছেন, ‘‘জিমি থাকলে দল ভাল খেলে। ওকে আমাদের প্রয়োজন। ম্যাঞ্চেস্টার ওর ঘরের মাঠ।’’ অন্য দিকে চতুর্থ টেস্টে ডেভিড ওয়ার্নারকে চান রিকি পন্টিং।

Advertisement
Advertisement
আরও পড়ুন