ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বে বাটলার। ফাইল ছবি।
ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। বৃহস্পতিবারই সাদা বলের ক্রিকেটের জন্য জস বাটলারকে অধিনায়ক বেছে নিয়েছে ইসিবি। ভারতের বিরুদ্ধেই ৫০ এবং ২০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি।
এক দিনের সিরিজের জন্য ১৫ সদস্যের ঘোষিত দলে বাটলার ছাড়া রয়েছেন মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রিডন ক্রেজ, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ক্রেগ ওভারটন, ম্যাট পার্সিনসন, জো রুট, জেসন রয়, ফিল সাল্ট, বেন স্টোকস, রিসি টপলে এবং ডেভিড উইলি।
টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। স্টোকস এবং বেয়ারস্টোকে রাখা হয়নি ২০ ওভারের ক্রিকেটের দলে। বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দলে রয়েছেন মঈন আলি, হ্যারি ব্রুক, স্যাম কুরান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, টিমাল মিল্স, ম্যাট পার্সিনসন, জেসন রয়, ফিল সাল্ট, রিসি টপলে এবং ডেভিড উইলি।
Our squad for the three-match ODI series with @BCCI! 🧢
— England Cricket (@englandcricket) July 1, 2022
More here: https://t.co/oLGb3baHyu
🏴 #ENGvIND @RoyalLondon pic.twitter.com/SpVsDND6QO
Our squad to take on @BCCI in the three-match IT20 series 💥
— England Cricket (@englandcricket) July 1, 2022
More here: https://t.co/UumWQ5m7xa
🏴 #ENGvIND @Vitality_UK pic.twitter.com/ZNqEtmHNZC
ভারত-ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ জুলাই থেকে। তার পর ১২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের এক দিনের সিরিজ।